আইপিএল থেকে চীনা স্পন্সর বাতিলের দাবি ফ্র্যাঞ্চইজি মালিকের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৯ এএম, ০২ জুলাই ২০২০
আইপিএল থেকে চীনা স্পন্সর বাতিলের দাবি ফ্র্যাঞ্চইজি মালিকের

গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ক্রমে সেই গুঞ্জনে আরও জোরালো দাবির রূপ নিচ্ছে। দুেই দেশে বিরোধী অবস্থানে সংশয় দেখা দিয়েছে চীনা সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক স্পনসরশীপ চুক্তির ভবিষ্যৎ নিয়েও।

ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আইপিএলের বিভিন্ন স্পনসরশীপ চুক্তি পর্যালোচনার জন্য গভর্নিং বডি বৈঠকও ডেকেছে। এছাড়া দেশটির সরকার ইতোমধ্যে ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে। যার ফলে বিসিসিআইয়ের ওপর চীনা স্পনসরশীপ চাপ বাড়ছে।

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর চাপ আরও একটু বাগিয়ে দিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়াও। তার স্পষ্ট দাবি, চীনা স্পন্সরদের সঙ্গে আইপিএলের চুক্তি ছিন্ন করা উচিত।

সংবাদ সংস্থা পিটিআইকে ওয়াদিয়া বলেন, ‘দেশের স্বার্থে আমাদের অবশ্যই এটা (চীনা সংস্থার সঙ্গে আইপিএলের চুক্তি ছিন্ন) করা উচিত। দেশ আগে, টাকা-পয়সা পরে। তাছাড়া এটা ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, চাইনিজ প্রিমিয়র লিগ নয়। একটা উদাহরণ পেশ করে বাকিদের রাস্তা দেখানো দরকার।’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে, তড়িঘড়ি নতুন স্পন্সর খুঁজে পাওয়া মুশকিল। তবে আমি নিশ্চিত, অনেক ভারতীয় সংস্থা রয়েছে, যারা আইপিএলকে স্পন্সর করতে পারে। আমাদের অবশ্যই দেশের জন্য, সরকারের জন্য এবং সর্বোপরি যারা নিজেদের প্রাণ দিয়েছেন তাদের জন্য শ্রদ্ধা থাকা উচিত।’

এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের জন্য চলতি বছরের আইপিএল আয়োজনে এখনো চূড়ান্ত দিন ঠিক করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। সংশয় রয়েছে বাতিল হওয়ারও। তবে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হলে নিজ দেশে না হয় ভিন্ন দেশেও আইপিএল আয়োজনে প্রস্তুত রয়েছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত শর্মাও

ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত শর্মাও

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন

যেভাবে শুরু হয় আইপিএলের খেলোয়াড় নিলাম

যেভাবে শুরু হয় আইপিএলের খেলোয়াড় নিলাম

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর