ম্যাচ পণ্ড হওয়ার আগে ওল্ড ট্রাফোর্ডে ব্যান্টন জড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৯ আগস্ট ২০২০
ম্যাচ পণ্ড হওয়ার আগে ওল্ড ট্রাফোর্ডে ব্যান্টন জড়

ছবি : গেটি ইমেজ

আইপিএল শুরুর আগে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে নজর ছিল অনেকেরই। টেস্ট সিরিজে হারের পর ভাবা হচ্ছিল টি-টোয়েন্টি সিরিজে জবাব দেবেন বাবর আজমরা। সেটি আর হলো না, বৃষ্টির কারণে ব্যাট হাতে মাঠেই নামতে পারেনি পাকিস্তান।

শুক্রবার (২৮ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর। স্যাঁতসেঁতে আবহাওয়ার ফায়দা তুলতেই বাবরের এমন সিদ্ধান্ত। কারণ, ম্যানচেস্টারে বৃষ্টির জন্য প্রায় সারাদিনই কভারে ঢাকা ছিল পিচ।

শঙ্কা ছাপিয়ে ম্যাচ শুরু হলেও পিছু ছাড়েনি বৃষ্টি। ম্যাচের ১৭তম ওভারে হানা দেয় বৃষ্টি। এরপর খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। ২ রান করা বেয়ারস্টোকে সাজঘরে ফেরান ইমাদ ওয়াসিম। এরপর অবশ্য প্রতিরোধ গড়েন টম ব্যান্টন ও ডেভিড মালান।
sportsmail24
শুধু প্রতিরোধই নয়, ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেন ব্যান্টন। ৪২ বলে ৭১ রান করেন তিনি। তার এ ইনিংসে ৫টি ছয়ের মারের সাথে ছিল ৪টি চারের মার। ২৩ বলে ২৩ রান করে মালান সাজঘরে ফিরলে ভাঙে মালান-ব্যান্টনের ৭১ রানের জুটি।

মালানের বিদায়ের পর বিদায় নেন টম ব্যান্টনও। ৭১ রানের ঝড়ো ইনিংস খেলা ব্যান্টনকে ফেরান শাদাব খান। ব্যান্টনের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। আসা যাওয়ার মিছিলে ছিলেন অধিনায়ক ইয়ান মরগান, মঈন আলী লুইস গ্রেগরিরা।

বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ার আগে ১৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও শাদাব খান।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ১৩২/৬, ওভার ১৬.১ (ব্যান্টন ৭১, মালান ২৩, ইমাদ ২/৩১, শাদাব ২/৩৩)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

চেন্নাই শিবিরে করোনা হানা, কোয়ারেন্টাইনে পুরো দল

চেন্নাই শিবিরে করোনা হানা, কোয়ারেন্টাইনে পুরো দল

২২ গজে ফিরলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট

২২ গজে ফিরলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট