অবসর ভাঙছেন পাঠান, খেলবেন লঙ্কা লিগে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ এএম, ০২ নভেম্বর ২০২০
অবসর ভাঙছেন পাঠান, খেলবেন লঙ্কা লিগে

ফাইল ফটো

ক্রিকেট থেকে বিদায় নিয়ে চলমান আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ইরফান পাঠান। তবে মাঠের ক্রিকেট থেকে দূরে থাকতে পারলেন না তিনি। অবসর ভেঙে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন ভারতের সাবেক এ অলরাউন্ডার।

ইরফান পাঠান শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ক্যান্ডি টাস্কার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। বলিউড তারকা সালমান খানের পরিবারের এ দল দিয়ে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন তিনি।

ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইরফান পাঠান এ বছরের শুরুতে সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। এরপর চ্যারিটি টুর্নামেন্টে ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে খেলেছিলেন ভারতীয় এ অলরাউন্ডার।

লঙ্কান লিগে খেলতে মুখিয়ে রয়েছেন বলেন জানিয়েচেন চলমান আইপিএলে ধারাভাষ্যকার ইরফান পাঠান। তিনি বলেন, ‘ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে অধীর অপেক্ষায় আছি। কারণ, দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। তাই এ অভিজ্ঞতা অর্জনে আমি মুখিয়ে আছি।’

পাঠানের সঙ্গে ওই দলে রয়েছেন ক্রিস গেইল, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ ও লিয়াম প্লাঙ্কেটের মতো ক্রিকেটার।এছাড়া দলটির কোচিং স্টাফ হিসেবে রয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক হাসান তিলকারত্নে। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর মাঠে গড়ানো সূচি রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা নেই

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা নেই

ওয়ানডেতে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার হতে পারতাম : ইরফান

ওয়ানডেতে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার হতে পারতাম : ইরফান

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়ছেন পাঠান

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়ছেন পাঠান