স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ এএম, ০৬ মার্চ ২০২১
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরলো সফররত অস্ট্রেলিয়া।সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দুই ম্যাচে অস্ট্রেলিয়ার টানা জয়ে এখন সিরিজে শেষ ম্যাচটি দাঁড়ালো অঘোষিত ফাইনালে।

শুক্রবার (৫ মার্চ) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ রানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানেই ১০৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের অপরাজিত ৭৯ রানের (৫৫ বলে) দুর্দান্ত ইনিংসে ৬ উইকেটে ১৫৬ রানে সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা নিয়মিতভাবে উইকেট হারালেও একপাশে আগলে রেখে রানের চাকা ঘুরিয়েছেন ফিঞ্চ।

ব্যাট হাতে ওপেনার অ্যারন ফিঞ্চ ছাড়া আরেক ওপেনার ম্যাথু ওয়েড ১০ বলে ১৪, জোশ ফিলিপ ১৭ বরে ১৩, গ্লেন ম্যাক্সওয়েল ৯ বরে ১৮ এবং মার্কাস স্টোনিস ১৩ বলে ১৯ রান করেন। এছাড়া বাকি তিনজন ছিলেন সিঙ্গেল ডিজিটের রানে।

নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ইশ সোধি ৩টি, ট্রেন্ট বোল্ট ২টি এবং একটি উইকেট নেন মিচেল স্যান্টনার।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানেই মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৭ রান করে ফিরেন তিনি। এরপর দলীয় ৩৪ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে নিউজিল্যান্ডের। ১৯ রান করে টিম সেইফার্ট সাজঘরে ফিরেন।

সিরিজের এই চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যানই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। দলের মাত্র তিনজন ব্যাটসম্যান নিজেদের ব্যক্তিগত ইনিংস দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। টিম সেইফার্টের ১৯ রান ছাড়া ডেভন কনওয়ে ১৭ এবং শেষ দিকে কাইল জেমিসনের ১৮ বলে ৩০ রানেই ইনিংসই ছিল সর্বোচ্চ রানের ইনিংস।

বল হাতে অস্ট্রেলিয়ার রিলে মেরিডিথ এবং ঝি রিচার্ডসন ৩টি করেন উইকেট শিকার করেছেন। ম্যাচসেরা হয়েছেন ব্যাট হাতে ৭৯ রানের ইনিংস খেলা অস্ট্রিলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এদিকে এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ জয়ে সমতায় ফিরলো সফররত অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচ জয় পেয়ে এগিয়ে গেলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচটি এখন দাঁড়িয়েছে সিরিচ নির্ধারণীতে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্কিত উইকেটের কিউরেটরকে খুঁজছেন লিঁও

বিতর্কিত উইকেটের কিউরেটরকে খুঁজছেন লিঁও

ভারত বিশ্বকাপে ফিঞ্চই অস্ট্রেলিয়ার অধিনায়ক

ভারত বিশ্বকাপে ফিঞ্চই অস্ট্রেলিয়ার অধিনায়ক

উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের হাসি

উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের হাসি

অস্ট্রেলিয়াকে হারিয়ে নিউজিল্যান্ডের দুর্দান্ত শুরু

অস্ট্রেলিয়াকে হারিয়ে নিউজিল্যান্ডের দুর্দান্ত শুরু