পাকিস্তানে খেলতে না পারায় হতাশ উসমান খাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ এএম, ০১ জুন ২০২১
পাকিস্তানে খেলতে না পারায় হতাশ উসমান খাজা

কিছুদিন পরই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবারের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার উসমান খাজা। নিজ জন্মভূমি পাকিস্তানে খেলার জন্য মুখিয়ে ছিলেন, কিন্তু করোনাভাইরাসের কারণে পাকিস্তানে লিগটি না হওয়ায় হতাশ এই ক্রিকেটার।

আবুধাবিতে হচ্ছে পিএসএলের বাকি অংশ। লিগে অংশ নিতে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছে খাজা। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা জানান, পাকিস্তানের মাটিতেই খেলতে পারলে তিনি বেশি খুশি হতেন।

আরও পড়ুন: ভারতীয় তরুণরা মোস্তাফিজের কাছে কাটার শিখতে চাইতেন

উসমান খাজা বলেন, 'পিএসএলে খেলার জন্য মুখিয়ে আছি। তবে পাকিস্তানের মাটিতে খেলতে পারলে ভালো লাগতো। পাকিস্তানে লিগটি না হওয়ায় কিছুটা হতাশ। তবে মাঠে ক্রিকেট ফিরছে এটাই মেইন। হ্যা, আবারও বলছি পাকিস্তানে হলে আরও সুন্দর হতো।'

এবারের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। খাজা জানান, পাকিস্তানের এই ইসলামাবাদেই তিনি জন্মগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: তামিমদের ব্যাটিং কোচ হতে পারেন সেই সিডন্স

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার পরিবারের সবাই করাচি থাকতো। তারপর আমার জন্মের ১-২ বছর আগে সবাই ইসলামাবাদে চলে আসে। আমি ইসলামাবাদেই জন্মগ্রহণ করি। ইসলামাবাদের হয়ে খেলতে পারা দারুণ। যতদূর মনে পরে ১০-১১ বছর আগে আমি সর্বশেষ পাকিস্তানে গিয়েছিলাম।'

উসমান খাজা একই সাথে প্রশংসা করেন পাকিস্তানের ব্যাটার বাবর আজমেরও। বাবর আজমের ধারাবাহিকতাই তাকে এতদূর এনেছে বলে মনে করেন খাজা। একই সাথে খাজা জানান, তিনি বাবর আজমের ব্যাটিং খুব উপভোগ করেন। তবে ইসলামাবাদের বিপক্ষে বাবর আজম ভালো খেলছে এমনটাও দেখতে চান না বলে জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  


শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

দেশের বাইরে জয়ের খোঁজে ডোমিঙ্গো

দেশের বাইরে জয়ের খোঁজে ডোমিঙ্গো

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন