বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ এএম, ০৫ জুলাই ২০২১
বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

করোনাভাইরাস মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু করা হয়েছে সংযুক্ত আরব-আমিরাত এবং ওমান। চলতি বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্ব আসর। ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। মরুর দেশের খেলা হলেও উপমহাদেশের মতোই স্পিন সহায়ক উইকেট থাকবে বলে জানিয়েছেন ওমান ক্রিকেটের সেক্রেটারি মাধু জেসরানি।

বিশ্বকাপের ভেন্যু এবং সময় নির্ধারিত হলেও এখনও সূচি প্রকাশ করেনি ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই এখনও বলা যাচ্ছে না কোন ভেন্যুতে কতটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ধারণা করা হচ্ছে প্রথম পর্বের ম্যাচগুলো ওমান ক্রিকেট একাডেমি মাঠে আয়োজিত হবে।

প্রথম পর্বের পর থেকে সুপার টুয়েলভ এবং নক আউট পর্বের সব ম্যাচ আয়োজিত হবে আরব আমিরাতের তিন ভেন্যুতে। আরব আমিরাতের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম এবং শারজাহ স্টেডিয়াম।

গ্রুপ পর্বের ম্যাচের জন্য প্রস্তুতকৃত উইকেট স্পিন সহায়ক হবে বলে জানিয়েছেন ওমান ক্রিকেটের সেক্রেটারি মাধু জেসরানি। তিনি বলেন, ‘এখানকার উইকেট উপমহাদেশের মতই হবে। উইকেট পুরোপুরি স্পিনারদেরকে সাহায্য করবে।’

ওমানে ক্রিকেটের জন্য কোনো স্টেডিয়াম নেই বলে জানিয়েছেন মাধু জেসরানি। তিনি বলেন, ‘আমাদের কোনো স্টেডিয়াম নেই, শুধু দুইটা মাঠ আছে। দুইটি মাঠের মধ্যে একটিতে ড্রেসিংরুম আছে। অন্য মাঠে ড্রেসিংরুম বানানোর কাজ চলছে। এছাড়াও ফ্লাড লাইট এবং স্কোর বোর্ডও উন্নত করতে হবে। সাথে লাইভ টিভি স্ক্রীন যোগ করতে হবে।’

ওমানে এখনও ক্রিকেটের খুব বেশি জনপ্রিয়তা সৃষ্টি হয়নি। তবে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ক্রিকেটের জোয়ার সৃষ্টি হবে বলে আশাবাদী ওমান ক্রিকেটের সেক্রেটারি মাধু জেসরানি।

তিনি বলেন, ‘আইসিসি ইভেন্ট আয়োজন করা আমাদের স্বপ্নের থেকেও বড় কিছু। ওমান সরকারের থেকে সব ধরনের সহযোগিতা পাছহি। আমরা এখন সফলভাবে বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছি।’

এছাড়াও বিশ্বকাপ ওমানের স্কুল কলেজগুলোতে ক্রিকেটের জোয়ার সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশাবাদী। ক্রিকেটের ভিতও শক্ত হবে বলে মনে করেন ওমান ক্রিকেটের নীতিনির্ধারকরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজে অপরিবর্তিত ইংলিশ স্কোয়াড

পাকিস্তান সিরিজে অপরিবর্তিত ইংলিশ স্কোয়াড

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওলি রবিনসন

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওলি রবিনসন

শেষ ম্যাচ জিতে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

শেষ ম্যাচ জিতে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ