সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের টস হার, একাদশেও পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৬ জুলাই ২০২১
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের টস হার, একাদশেও পরিবর্তন

প্রথম দুই ম্যাচের মতো সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতেও টস ভাগ্য জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচের ন্যায় বাংলাদেশের বিপক্ষে এবারও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে, প্রথমে বল হাতে মাঠে নামা বাংলাদেশের একদশে একটি পরিবর্তন আনা হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছে জিম্বাবুয়ে। ফলে সিরিজের শেষ এবং তৃতীয় টি-টোয়েন্টি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।

রোববার (২৫ জুলাই) হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এ ম্যাচের বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মাহেদি হাসান। তার পরিবর্তে দলে ঢুকেছেন স্পিনার নাসুম আহমেদ।

এছাড়াও ইনজুরি কাটিয়ে না উঠায় দলে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। একই সাথে দলের বাইরে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে, জিম্বাবুয়ে একাদশে কোনো পরিবর্তন আসেনি। জয় পাওয়া দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই সিরিজ নির্ধারণী যুদ্ধে নেমেছে স্বাগতিকরা। 

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন,শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (উইকেটরক্ষক), মিল্টন শুম্বা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, লুক জোঙ্গে, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

আইপিএল সংঘর্ষ এড়িয়ে পিএসএলের নতুন সময়

আইপিএল সংঘর্ষ এড়িয়ে পিএসএলের নতুন সময়

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

সাফের আয়োজন থেকে সরে আসলো বাংলাদেশ

সাফের আয়োজন থেকে সরে আসলো বাংলাদেশ