অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল টাইগাররা। দ্বিতীয়টিতে অবশ্য বেশ লড়াই করেই জিততে হয়েছে বাংলাদেশকে।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের ১৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিলে শেষ বল পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল কিউইরা। যদিও শেষ রক্ষা হয়নি, ৪ রানে হার নিয়ে মাঠ ছেড়েছিল সফরকারীরা।

এদিকে, আজকের ম্যাচ হারলেই সিরিজ খোয়াবে নিউজিল্যান্ড। একই সাথে দেশটির বিপক্ষে প্রথমবারের তো টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জয়ের রেকর্ড গড়বে মাহমুদউল্লাহ রিয়াদরা।

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৯শ’ কোটি টাকা

বিসিবির ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৯শ’ কোটি টাকা

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেললো বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেললো বাংলাদেশ

জয়ের ক্রেডিট বোলারদের দিলেন মাহমুদউল্লাহ

জয়ের ক্রেডিট বোলারদের দিলেন মাহমুদউল্লাহ

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন