টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেললো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেললো বাংলাদেশ

প্রথম ম্যাচের ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও একধাপ এগিয়েছে টাইগাররা। এবার অস্ট্রেলিয়াকে পিছনে ফেলেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে তিনধাপ এগিয়ে সাতে উঠেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে ছয়ে উঠেছে এসেছে টাইগাররা।

সর্বশেষ জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের কল্যাণে বেশ দ্রুতই র‍্যাংকিংয়ে উন্নতি করছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে র‍্যাংকিংয়ে উন্নতি করেনি বাংলাদেশ।

তবে নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখায় র‍্যাংকিংয়েও উন্নতি করছে টাইগাররা। বাংলাদেশের উন্নতিতে পিছনে পড়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের একধাপ উন্নতিতে অস্ট্রেলিয়া সাত নম্বরে নেমে গেছে। বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হার অজিদের র‍্যাংকিংয়ে বেশ বড় প্রভাব রাখছে।

আনুষ্ঠানিকভাবে র‍্যাংকিংয়ের হালনাদাগ প্রকাশ না করলেও আইসিসি ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ৪ রেটিং পয়েন্টি পেয়েছিল বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং ছিল ২৩৮।

sportsmail24

সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ৫ রেটিং পয়েন্ট অর্জন করেছে টাইগাররা। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৪১। সাতে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৪০।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় চলতি বছরের অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলতে পারছে না। বিশ্বকাপের প্রাথমিক পর্বে যোগ্যতার প্রমাণ দিয়ে সুপার টুয়েলভে খেলতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি ৫-০ ব্যবধানে জিতে নিলে র‍্যাংকিংয়ে পাঁচ নম্বরের উঠার সুযোগ আছে বাংলাদেশের সামনে। এক্ষেত্রে ১৪ রেটিং পয়েন্ট কমে তিন থেকে চার নম্বরে নেমে যাবে নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বড় সংগ্রহেও বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

বড় সংগ্রহেও বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

১৯ সদস্যের দল নিয়ে বাংলাদেশ আসছে আফগান যুবারা

১৯ সদস্যের দল নিয়ে বাংলাদেশ আসছে আফগান যুবারা

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ