বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৬ অক্টোবর ২০২১
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক প্রবেশের সুযোগ দিয়েছে আইসিসি। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পাবেন। দীর্ঘদিন পর বিশ্ব আসরে মাঠে বসে খেলা দেখা সুযোগ নিতে এমনিতেই দর্শকদের আগ্রহের কমতি নেই। তার মধ্যে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে রয়েছে বাড়তি উত্তেজনা।

রোববার থেকে শুরু হয়েছিল বিশ্বকাপের টিকিট বিক্রি। বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।

বিশ্বকাপে ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় আইসিসির ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়েছিল। সবগুলো গ্যালারির টিকিটই বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ ছিল প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিটের মূল্য। ১৫০০ ও ২৬০০ দিরহামে সেগুলোও কিনে নিয়েছেন দর্শকরা।

ওমানে হবে বাছাইপর্ব এবং আরব আমিরাতে হবে মূল আসর। আরব আমিরাতে ৭০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। আর বাছাইপর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচ গুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

বিশ্বের সেরা ১৬টি দলকে নিয়ে বাছাইপর্ব দিয়ে ১৭ অক্টোবর থেকে ওমানের রাজধানী মাস্কাটে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপের মূল আসর। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে ভারতই থাকছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং-ফিল্ডিং নিয়ে চিন্তিত আর্থার

বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং-ফিল্ডিং নিয়ে চিন্তিত আর্থার

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে