সেমিতে নিউজিল্যান্ড, স্বপ্নভঙ্গ ভারতের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৮ নভেম্বর ২০২১
সেমিতে নিউজিল্যান্ড, স্বপ্নভঙ্গ ভারতের বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক ভারত। আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ড সেমি-ফাইনাল নিশ্চিত করায় স্বপ্নভঙ্গ ভারতকে বিদায় নিতে হলো। সুপার টুয়েলভে নামিবিয়ার সাথে ভারতের ম্যাচটি এখন আনুষ্ঠানিকতা মাত্র।

টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। তবে তখন থেকেই ভারতের সেমি-ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছিলো শঙ্কা। শেষ পর্যন্ত ভারতের ভাগ্য নির্ধারণে ম্যাচ হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। সমীকরণ দাঁড়ায় আফগানিস্তানের জয়েই সেমিফাইনাল খেলবে ভারত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি আফগানিস্তান। তাই তো এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত করেছে ভারত।

রোববার (৭ নভেম্বর) আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। ম্যাচে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি আফগানরা। সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।  

সুপার টুয়েলভের গ্রুপ-২ এ চার ম্যাচ জিতে সেমি-ফাইনালে নিশ্চিত করেছিল পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ছিল নিউজিল্যান্ড এবং ভারত। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় নেট রানরেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ডকে পিছনে ফেলেছিল ভারত। 

কিউইরা আফগানদের সহজে হারানোয় পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে নেট রানরেটে এগিয়ে থাকার পরও ভারতের সেমিফাইনাল স্বপ্ন ভেঙেছে।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করায় নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিবেন শাস্ত্রী

আইপিএল ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিবেন শাস্ত্রী

ম্যাচ চলাকালীন আবুধাবির কিউরেটরের মরদেহ উদ্ধার

ম্যাচ চলাকালীন আবুধাবির কিউরেটরের মরদেহ উদ্ধার

ইংলিশদের হারিয়েও সেমিতে যেতে পারলো না দক্ষিণ আফ্রিকা

ইংলিশদের হারিয়েও সেমিতে যেতে পারলো না দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ