বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৬ জুন ২০২২
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

দরজার কড়া নাড়ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপের প্রস্ততি হিসেবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে বাংলাদেশেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

শনিবার (২৫ জুন) ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাথে সাদৃশ্য আছে এমন কন্ডিশনে বেশি বেশি ম্যাচ খেলতে চাইছেন রমিজ রাজা। বলেন,  “আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড পাকিস্তানে খেলতে আসবে। সে সফরের তারিখের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেটের আয়োজনে আমরা সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।”

নিউজিল্যান্ডে যাওয়ার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমের দল। এরপর চলতি বছরের  ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল। খুব দ্রুতই সিরিজটির সূচি প্রকাশ করার কথা রয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটের।

প্রধানমন্ত্রীত্ব নেই ইমরানের, কথা হয় না রমিজ রাজার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ হিসেবে ম্যাথু হেইডেনকে ফিরিয়ে আনতে চাইছে পিসিবি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার।

এর আগে চলতি বছরের মে’তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ। তবে এখন পাকিস্তানকে সম্ভাব্য তৃতীয় দল হিসেবে উল্লেখ করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেদের কাজ ঠিকঠাক করতে পারছি না বলেই প্রতিপক্ষ শাস্তি দিচ্ছে:  ডমিঙ্গো

নিজেদের কাজ ঠিকঠাক করতে পারছি না বলেই প্রতিপক্ষ শাস্তি দিচ্ছে: ডমিঙ্গো

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

দ্বিতীয় কোভিড বদলি দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব

দ্বিতীয় কোভিড বদলি দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব