৯২ রান দূরে সাকিব আল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ পিএম, ০১ জুলাই ২০২২
৯২ রান দূরে সাকিব আল হাসান

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক থেকে ৯২ রান দূরে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজে স্পর্শ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এ মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটার হলেন বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ডোমিনিকায় শনিবার (২ জুলাই) থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজেই ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। তিন ম্যাচ মিলে সাকিবের ব্যাট থেকে ৯২ রান এলেই দ্বিতীয় ব্যাটার হিসেবে এ মাইলফলকে নাম লিখাবেন সাকিব।

বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ইতিমধ্যে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ ম্যাচে রিয়াদের টি-টোয়েন্টি রান ২ হাজার ২।যেখানে ৯৬ ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে ১৯০৮ রান।

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। এ ফরম্যাটে ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। তবে কোনো সেঞ্চুরি দেখা পাননি দেশসেরা এ অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংস ৮৪ রান।
sportsmail24

২০১২ সালের বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৪ বলে ৮৪ রান করেছিলেন সাকিব। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হয়ে ব্যাট হাতে ১৯৩টি চার ও ৩৪টি ছক্কা মেরেছেন তিনি। এছাড়া ৯৬ ম্যাচে বল হাতে ১১৯টি উইকেট শিকার করেছেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রান করার তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিবের রয়েছেন ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। ৭৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে এখন পর্যন্ত ১৭০১ রান করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন এ টাইগার ব্যাটার।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি’ সাকিবের মন্তব্যে ‘একমত’ পাপন

‘টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি’ সাকিবের মন্তব্যে ‘একমত’ পাপন

মৌখিক ছুটি চেয়েছেন সাকিব, চিঠি পেলে ভেবে দেখবে বিসিবি

মৌখিক ছুটি চেয়েছেন সাকিব, চিঠি পেলে ভেবে দেখবে বিসিবি

আমরা অবশ্যই জয়ের জন্য খেলবো: তাসকিন

আমরা অবশ্যই জয়ের জন্য খেলবো: তাসকিন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সোহান-শান্তর উন্নতি, পেছালেন সাকিব

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সোহান-শান্তর উন্নতি, পেছালেন সাকিব