দ্বিতীয় ম্যাচে নেই মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৭ আগস্ট ২০২২
দ্বিতীয় ম্যাচে নেই মোস্তাফিজ

চলমান জিম্বাবুয়ে সফরে ভয়াবহ দুঃস্বপ্ন পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অপ্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি সিরিজ হারের পর, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও জয় পায়নি তারা। এরপর ‘'মড়ার উপর খাঁড়ার ঘা' হিসেবে যোগ হচ্ছে একের পর এক ইনজুরি!

ইনজুরির মিছিলে যোগ দেওয়া সর্বশেষ ক্রিকেটার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গোড়ালিতে চোট পাওয়া মোস্তাফিজ ছিটকে গেছেন দ্বিতীয় ওয়ানডে থেকে। প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

অথচ এরকম ম্যাচেই মোস্তাফিজকে পাচ্ছে না টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলার পথে আচমকাই হ্যামস্ট্রিংয়ে টান লাগে ওপেনার লিটন কুমার দাসের। স্ট্রেচারে করে মাঠ ছাড়া লিটন ছিটকে গেছেন পুরো জিম্বাবুয়ে সিরিজ থেকেই, এমনকি শঙ্কা রয়েছে এশিয়া কাপ নিয়েও!

বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানালেন, মোস্তাফিজের জয়েন্টে সমস্যা পাওয়া গেছে। সে কারণেই দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

দল বিপর্যয়ে, জিম্বাবুয়ে উড়াল দিচ্ছেন ইবাদত ও নাঈম শেখ

সানি বলেন, “মুস্তাফিজ ভাইয়ের এমআরআইতেও খুব খারাপ কিছু আসেনি। জয়েন্টে সমস‍্যা ধরা পড়েছে। আমরা মুস্তাফিজ ভাইকে হয়তো পরের ম‍্যাচটায় বিশ্রাম দেব। এর পরবর্তী ম‍্যাচে তিনি অ‍্যাভেইলেবল থাকবেন।”

তবে এত দুঃসংবাদের মধ্যে ভালো খবরও আছে। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। অন্যদিকে স্ট্রেচারে একবার উঠলেও মাঠে ফিরেছিলেন শরিফুল। কিন্তু বেশি সময় মাঠে থাকতে পারেননি। দু’জনকেই দ্বিতীয় ম্যাচে পাচ্ছে বাংলাদেশ। 

sportsmail24

সানি আরও বলেন, “আজকে মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের চোট পরিস্থিতি পরীক্ষা করাতে গিয়েছিলাম। মুশফিক ভাইয়ের হাতে আমরা কোনো চিড় পাইনি। শরিফুলেরও আমরা বড় ধরনের কোনো কিছু পাইনি।কালকের ম‍্যাচে (আজ) মুশফিক ভাই ও শরিফুল ভাই দুই জনই অ‍্যাভেইলেবল আছেন।”

এর আগে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হয়ে জিম্বাবুয়ে যাওয়া নুরুল হাসান সোহানও ইনজুরিতে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এশিয়া কাপে তার খেলাও নিশ্চিত নয়। 

আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বাংলাদেশ

এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বাংলাদেশ

এশিয়া কাপে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে অনিশ্চিত লিটন

যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

শঙ্কায় সোহানের এশিয়া কাপ খেলা

শঙ্কায় সোহানের এশিয়া কাপ খেলা