মুশফিকের অবসর মাহমুদউল্লাহ’র জন্য ‘হৃদয়বিদারক’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২
মুশফিকের অবসর মাহমুদউল্লাহ’র জন্য ‘হৃদয়বিদারক’

ফাইল ফটো

দেশের হয়ে দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ক্রিকেটের সবচেয়ে ছোট এ ফরম্যাটে ব্যাট হাতে রান না পাওয়ায় সরে দাঁড়িয়েছেন তিনি। এশিয়া কাপ শেষে মুশফিকের এই হঠাৎ অবসর ঘোষণায় কষ্ট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‌‘প্রিয় মুশফিক, আপনার এ ঘোষণা (অবসর) আমার জন্য হৃদয়বিদারক।’

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে ১৯.৪৮ গড়ে মুশফিকের রানের সংখ্যা ১৫০০। সর্বশেষ দেশের হয়ে এশিয়া কাপে মুশফিকের ব্যাট থেকে রান এসেছে যথাক্রমে ১ এবং ৪ রান।

অভিজ্ঞ এ ক্রিকেটারের ব্যাট থেকে রান আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) চিন্তিত ছিলো। তবে মুশফিকের অবসরে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন করে শুরু করতে চাওয়া বাংলাদেশ দলে এখন নতুনদের জন্য সুযোগ হলো।

বিশ্বকাপের সামনে মুশফিকের এমন অবসর ঘোষণা ‘হৃদয়বিদারক’ ঘটনা বলে উল্লেখ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্যোশাল মিডিয়ায় এক স্ট্রাটাসে তিনি বলেন, “প্রিয় মুশফিক, আপনার ঘোষণা (অবসর) আমার জন্য হৃদয়বিদারক। আপনার সাথে টি-টোয়েন্টি খেলতে পেরে আনন্দিত। আপনার কাজের নৈতিক দর্শন সব সময় যেকোনো বিন্যাসে অনুপ্রেরণামূলক হবে।”

নিজের অবসর ঘোষণায় মুশফিক বলেন, “সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘ক্লান্ত’ মুশফিকের ইমোজি, নেটিজেনদের আলোচনার খোরাক

‘ক্লান্ত’ মুশফিকের ইমোজি, নেটিজেনদের আলোচনার খোরাক

আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব