১০০ রান তাড়ায় ভারতের কষ্টের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ এএম, ৩০ জানুয়ারি ২০২৩
১০০ রান তাড়ায় ভারতের কষ্টের জয়

নিউজিল্যান্ডকে একশোর মধ্যে বেঁধে ফেলে ভারত মনে করেছিল সহজে জয় তুলে নেবে। কিন্তু সেটা হল কই। দারুন বোলিংয়ে নিউজিল্যান্ডকে আট উইকেটে ৯৯ রানে বেঁধে ফেলেও সিরিজে সমতা ফেরাতে ঘাম ছুটে গেল ভারতের। রোববার লখনৌতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক বল বাকি থাকতে ভারত ছয় উইকেটের স্বস্তির জয় তুলে নিয়েছে।

লো স্কোরিং থ্রিলারে স্বাগতিকদের মান বাঁচান সূর্যকুমার যাদব (২৬*) ও হার্দিক পান্ডিয়া (১৫*)। মাত্র ২৬ রান করেই ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ সমতায় ফিরলো স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পাঁচ ব্যাটার দুই অংকের ঘরে পৌছান। কিন্তু কেউই বিশের অংক ছুঁতে পারেননি।

সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। আট উইকেটে শেষ পর্যন্ত তারা ৯৯ রান তুলতে পারে। ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আরশদীপ সিং।

জবাবে ভারতের শুরুটা হয়েছি ধীর গতিতে। তবে যতো সময় পেরিয়েছে ততোই যেন ম্যাচ কঠিনের দিকে এগিয়েছে। অথচ প্রথম ছয় ব্যাটারের সবাই দুই অংকের ঘরে পৌছেছেন। কিন্তু কেউই টি-টোয়েন্টি ফরম্যাটের দাবি মিটিয়ে ব্যাটিং করতে পারেননি।

৭০ রানে চার উইকেট হারানোর পর সূর্যকুমার ও অধিনায়ক হার্দিক দেখেশুনে ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত সূর্যকুমার ৩১ বলে ২৬* এবং হার্দিক ২০ বলে ১৫ রানে অরপাজিত থাকেন। নিউজিল্যান্ডের আট বোলারর বোলিং করেন।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারী আহমেদাবাদে।


স্পোর্টসমেইল২৪/জেএম

 

 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়ে দিলো নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে দিলো নিউজিল্যান্ড

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়

দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়

বাংলাদেশ সফরে চারদিন পরে আসবে ইংল্যান্ড   

বাংলাদেশ সফরে চারদিন পরে আসবে ইংল্যান্ড