ইংল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে তিন নতুন টাইগার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০১ মার্চ ২০২৩
ইংল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে তিন নতুন টাইগার

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে তিন ম্যাচ সিরিজে তিন নতুন নিয়েছে বাংলাদেশ। তারা হলেন- তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা এবং তানভীর ইসলাম।

চলমান ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৯ মার্চ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিপক্ষে এটিই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ দলের সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম এবং সৌম্য সরকার। তাদের পরিবর্তে দলে ফিরেছেন রনি তালুকদার এবং শামীম হোসেন। এছাড়া নতুন মুথ হিসেবে রয়েছেন আরও তিনজন।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করেছেন রনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ব্যাট হাতে ১৩ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৪২৫ রান।

একই আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সকে বিপিএল ফাইনালে নিতে বড় ভূমিকা ছিল তার।

ব্যাট হাতে ১৩ ম্যাচে ১৪০ স্ট্রাইক রেটে ৫ হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৪০৩ রান। এ সুবাদে ডাক পেয়েছিলেন চলমান ওয়ানডে সিরিজেও। এবার সুযোগ পেলেন টি-টোয়েন্টি স্কোয়াডে।

দলে ডাক পাওয়া তানভির ইসলাম ছিলেন বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ১২ ম্যাচে ৬.৩৬ ইকোনমিতে শিকার করেছেন ১৭ উইকেট।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউল রহমান রাজা এবং তানভীর ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বল্প পুঁজিতেও জেগেছিল আশা, পারলো না বাংলাদেশ

স্বল্প পুঁজিতেও জেগেছিল আশা, পারলো না বাংলাদেশ

বড় ম্যাচেও গ্যালারি ফাঁকা

বড় ম্যাচেও গ্যালারি ফাঁকা

‘বাংলাদেশ ফেভারিট, আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন’

‘বাংলাদেশ ফেভারিট, আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন’

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল