টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা ৯

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৩ অক্টোবর ২০১৮
টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা ৯

৪৬টি দেশ নিয়ে আইসিসি প্রথমবার প্রকাশ করেছে মেয়েদের টি-টুয়েন্টি দলের র‍্যাঙ্কিং। ওয়ানডের মতো এই সংস্করণেও বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে। সালমা খাতুনের দলের রেটিং পয়েন্ট ১৯৩। আর তালিকার সবচেয়ে তলানীর দল সিঙ্গাপুর।

ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যয়নে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার ক্যাটাগরিতে র‌্যাঙ্কিং আগে থেকেই চালু ছিল। সবশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার ক্যাটগরিতে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন।

সেখানে র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রুমানা আর ৯ নম্বরে আছেন সালমা। তবে ব্যাটিংয়ে সেরা বিশে নেই বাংলাদেশের কেউ। বোলিংয়ে আছেন তিনজন। রুমানা আহমেদ ৭, নাহিদা আকতার ৯ (৪ ধাপ পিছিয়ে) আর সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।

টি-টুয়েন্টির দলীয় র‌্যাঙ্কিংয়ে ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। পরে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে যথাক্রমে। বাংলাদেশের সামনে ৭ ও ৮ নম্বরে থাকা দুই দল পাকিস্তানের রেটিং পয়েন্ট ২২৭ আর শ্রীলঙ্কার ২০৭।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্ক ঝেড়ে ফেলে পাঁচ উইকেট মালিঙ্গার

বিতর্ক ঝেড়ে ফেলে পাঁচ উইকেট মালিঙ্গার

রাহান-পন্তের ব্যাটে ঘুরে দাড়াল ভারত

রাহান-পন্তের ব্যাটে ঘুরে দাড়াল ভারত

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি