শহিদুলে দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু শেখ জামালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
শহিদুলে দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু শেখ জামালের

নাসিরে ঝড়ো ব্যাটিং এবং শহিদুলের দুর্দান্ত বোংলিয়ে জয় দিয়ে প্রিমিয়ার টি-২০ ক্রিকেট লিগ শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১ রানে হারায় শেখ জামাল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে শেখ জামাল। জবাবে ২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি খেলাঘর।

তবে ১৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ১১৫ রান তুলে ফেলেছিল খেলাঘর। শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৫৫ রান। হাতে উইকেট ছিল ৯টি। কিন্তু রবিউল আউট হওয়ার পর আর কোন ব্যাটসম্যান দায়িত্ব নিতে না পারলে হার মানতেই হয় দলটিকে। শেষ দিকে অবশ্য চেষ্টা করছিলেন মাসুম খান। ৮ বলে করেছিলেন ১৯ রান। কিন্তু তার লড়াই কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

লক্ষ্য তাড়ায় ৪১ রানের ওপেনিং জুটি এনে দেন দুই ওপেনার সাদিকুর রহমান ও রবিউল। তবে খেলাঘরকে জয়ের স্বপ্ন দেখায় অধিনায়ক মাহিদুল ইসলাম অংকনের সঙ্গে রবিউলের ৭৪ রানের জুটি। কিন্তু দলীয় ১১৫ রানে রবিউল আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে গড়ে ওঠেনি বড় কোন জুটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রবিউল। ৫১ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া মাহিদুলের ব্যাট থেকে আসে ৩৪ রানের ইনিংস। ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। শেখ জামালের পক্ষে ৩৬ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন শহিদুল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও ফারদিন হাসান গড়েন ৩৮ রানের জুটি। এরপর ফারদিন আউট হলে গেলে ইমতিয়াজকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪০ রান যোগ করেন হাসানুজ্জামান। তবে তিন রানের ব্যবধানে এ দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে কিছুটা চাপে পোড়ে দলটি।

এরপর নাসির হোসেনকে নিয়ে অধিনায়ক নুরুল হাসান সোহান চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়লে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় শেখ জামাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন সোহান। ২৮ বলে ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া নাসির ৩৪, ইমতিয়াজ ৩১ ও হাসানুজ্জামান ২৬ রান করেন। খেলাঘরের পক্ষে ২৬ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন মইনুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ২০ ওভারে ১৬৯/৫ (ইমতিয়াজ ৩১, ফারদিন ২১, হাসানুজ্জামান ২৬, নাসির ৩৪, সোহান ৪৩, জিয়াউর ৯*, তানবির ০*; রবিউল হক ১/৩৫ রবিউল ইসলাম ০/১৩, ইরফান ১/১৪, রিশাদ ০/১৭, তানভির ১/৩০, মাসুম ০/৩১)।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ২০ ওভারে ১৫৮/৫ (রবিউল ইসলাম ৬৯, সাদিকুর ২১, মাহিদুল ৩৪, মইনুল ৮, মাসুম ১৯*। রবিউল হক ১, রাফসান ২*; সালাউদ্দিন ০/২৮, শহিদুল ৪/৩৬, শাহবাজ ০/১৬, নাসির ০/৭, সানি ১/১৮, জিয়াউর ০/৩৩, তানবির ০/১৯)।

ফলাফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১ রানে জয়ী


শেয়ার করুন :


আরও পড়ুন

শুভাগত-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে শাইনপুকুর জয়

শুভাগত-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে শাইনপুকুর জয়

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

এক ম্যাচে ১১ জনের অভিষেক

এক ম্যাচে ১১ জনের অভিষেক

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা