দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৮ নভেম্বর ২০১৯
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। শুক্রবার (৮ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছেন অসিরা।

তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে সর্বশেষ ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

পার্থে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। প্রথম দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি করা নতুন অধিনায়ক বাবর আজম এবার আর নিজেকে মেলে ধরতে পারেননি। ১টি চারে ৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বলে লেগ বিফোর হন বাবর।

বাবর ফিরলে তিন নম্বরে ব্যাট হাতে নামেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। পরের ডেলিভারিতেই রিজওয়ানকে বোল্ড করে হ্যাটট্টিকের সুযোগ তৈরি কেরন স্টার্ক। কিন্তু হ্যাটট্টিকের স্বাদ নিতে পারেননি। রিজওয়ান শূন্য হাতে ফিরলে দলীয় ১৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

দ্রুত ২ উইকেট হারানোর চাপ সামলে ওঠার আগেই পাকিস্তান শিবিরে তৃতীয় আঘাত হানেন অস্ট্রেলিয়ার আরেক পেসার সিন অ্যাবট। দু’অংকে পা দেওয়া আরেক ওপেনার ইমাম উল হককে বিদায় দেন অ্যাবট। ১৫ বলে ১৪ রান করেন ইমাম।

২২ রানে ইমামের বিদায়ে পাকিস্তানকে চাপমুক্ত করার চেষ্টা করেন হারিস সোহেল ও ইফতেখার আহমেদ। অস্ট্রেলিয়ার বোলারদের উপর মারমুখী হবার চেষ্টা করেছিলেন ইফতেখার। অন্যপ্রান্তে সর্তক ছিলেন সোহেল। এ জুটিতে দলের স্কোর অর্ধশতকে পৌঁছায়। তবে ১০ম ওভারের প্রথম বলে সোহেল-ইফতেখার জুটিতে ভাঙন ধরান অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন আগার। ৮ রান করে আউট হন সোহেল।

এরপর অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসনের পেস তোপে পাকিস্তানের ব্যাটসম্যানরা যাওয়া-আসার মিছিল করেন। তাতে ৯২ রানে অস্টম উইকেট হারায় পাকিস্তান। পরের দিকে কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। অর্থাৎ পাকিস্তানের পুরো ইনিংসে ইমাম ও ইফতেখার ছাড়া আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি।

ইফতেখারের ৬টি চারে ৩৭ বলে ৪৫ রানে শেষ পর্যন্ত শতরানের কোটা পেরিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রানের মামুলি সংগ্রহ পায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার রিচার্ডসন ১৮ রানে ৩টি, স্টার্ক-অ্যাবট ২টি করে উইকেট নেন।

জবাবে ১০৭ রানের সহজ লক্ষ্যে নিজেদের ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে মারমুখী মেজাজ দেখান অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এ সময় ২০ বলে ৩১ রান করেন ফিঞ্চ। তার সঙ্গী ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ১৬ বলে ২২ রান।

নিজেদের ব্যাটিং নৈপুন্য ধরে রেখে ১১ ওভারে অস্ট্রেলিয়ার রান শতরানে নিয়ে যান ওয়ার্নার-ফিঞ্চ। তখন দু’জনই হাফ-সেঞ্চুরির দোঁড়গোড়ায় ছিলেন। দলও ছিল জয় থেকে ৭ রান দূরে। ১২তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে টি-২০ ক্যারিয়ারে ১১তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফিঞ্চ। আর ঐ বাউন্ডারিতে অস্ট্রেলিয়ার জয়ও নিশ্চিত হয়।

ফিঞ্চ ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে ৫২ ও ওয়ার্নার ৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হয়েছেন সিন অ্যাবট। আর সিরিজ সেরা হন স্টিভেন স্মিথ।

টি-২০ লড়াই শেষে এখন ২১ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। প্রথম টেস্ট ব্রিসেবেনে ও দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১০৬/৮, ২০ ওভার (ইফতেখার ৪৫, ইমাম ১৪, রিচার্ডসন ৩/১৮)
অস্ট্রেলিয়া : ১০৯/০, ১১.৫ ওভার (ফিঞ্চ ৫২*, ওয়ার্নার ৪৮)।

ফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)

সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো অস্ট্রেলিয়া
সিরিজ সেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।


শেয়ার করুন :


আরও পড়ুন

রোহিতের ব্যাটিং তাণ্ডবে সমতায় ফিরলো ভারত

রোহিতের ব্যাটিং তাণ্ডবে সমতায় ফিরলো ভারত

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

কলকাতা টেস্টের প্রথম তিনদিনের ৩০ শতাংশ টিকিট বিক্রি

কলকাতা টেস্টের প্রথম তিনদিনের ৩০ শতাংশ টিকিট বিক্রি

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি