টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর দাবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৮ এপ্রিল ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর দাবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অনিশ্চিত পুরো বিশ্ব। এ পরিস্থিতিতে পিছিয়ে বা স্থগিত হয়েছে গেছে সকল ক্রীড়া ইভেন্ট। এবার একই কারণে পিছিয়ে দেওয়ার দাবি উঠলো চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে অনিশ্চিয়তায় ক্রিকেট মহল। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কিত সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ওপেনার সাইমন ক্যাটিচ দাবি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়া হোক।

ক্যাটিচ বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে ভালো কোন লক্ষণ দেখা যাচ্ছে না। আইপিএলও স্থগিত হয়ে গেল। বিশ্বের আরও অনেক দেশে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর প্রভাব পড়বে।

তিনি বলেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনই শঙ্কা বাড়ছে। দ্রুত সমাধান না হলেও বিশ্বকাপও বাধাগ্রস্ত হবে। যদি তাই হয়, তবে বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়া উচিত।

যদি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয় তাহলে কবে নাগাদ হতে পারে সেটিও বলে দিয়েছেন ক্যাটিচ। বলেন, যেভাবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, সেভাবে গ্রীষ্মের পরে হতে পারে। তবে আইসিসি ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ওপেনার আরও বলেন, এফটিপি-তে পরিবর্তন সম্ভব কি না, সেটিও দেখতে হবে। সকলের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনই এখন গুরুত্ব পাচ্ছে। তবে আমি চাইছি, এ পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার গ্রীষ্মে যাতে বিশ্বকাপ হয়।

বিশ্বে এখন পর্যন্ত (১৮ এপ্রিল) প্রাণঘাতি করোনাভাইরাসে ২২ লাখ ৫০ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েেছেন বলে শনাক্ত হয়েছে। এছাড়া প্রতিনিয়তই এ সংখ্যা বাড়ছে। মোট আক্রান্তদের মধ্য থেকে ১ লাখ ৫৪ হাজার ২৬৬ জন প্রাণ হারিয়েছেন। আর ভালো হয়েছেন ৫ রাখ ৭১ হাজার ১৪৭ জন।


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদ্ধতি বাতিয়ে দিলেন ব্র্যাড হগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদ্ধতি বাতিয়ে দিলেন ব্র্যাড হগ

যে কারণে আইপিএল সম্ভব হলেও বিশ্বকাপ নয়

যে কারণে আইপিএল সম্ভব হলেও বিশ্বকাপ নয়

নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!