টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ১১ জুন ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সবগুলো টুর্নামেন্টের আয়োজক দেশ নির্ধারিত। করোনার বাধা না পড়লে এতো দিনে হয়তো ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির সকল টুর্নামেন্টের সূচিও নির্ধারিত হয়ে যেত।

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড, যারা খেলার খোঁজ খবর কম রাখে তারা শুনে হয়তো একটু ভড়কে যেতে পারে। তাদের জন্য নতুন খবর হচ্ছে ২০২৩ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ইয়েন হিগিনসের।

২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পায় দেশটি। তাদের পরবর্তী লক্ষ চলমান দশকে টেস্ট স্ট্যাটাস পাওয়া। সে অনুযায়ী তারা পরিকল্পনাও সাজাচ্ছে। হিগিনসে বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা গড়ে তোলা। একই সঙ্গে আগমাী ১০ বছরের মাঝে আইসিসির পূর্ণ সদস্য পাওয়ার লক্ষ্য রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ভেন্যুতে এখন পর্যন্ত আয়োজিত হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ -ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। এমনকি সামনের আগস্টে যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ। তাতে বেশ জনপ্রিয়তাও পেয়েছে তারা। সেখান থেকেই কি-না সাহস দেখাচ্ছে তারা।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সাহস দেখাতেই পারে আইসিসি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আইসিসির ইভেন্ট আয়োজনের জন্য সেরা মানের ভেন্যু দেওয়ার সামর্থ্য আমাদের আছে।’

এর আগে অবশ্য ১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে বেশ সাফল্য দেখিয়েছ তারা। দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়েছে তারা। সেবার ৩৫ লাখেরও বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছিল। হিগিনসে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রে খেলা হয়, প্রত্যেক ভেন্যুর টিকিট শেষ হয়ে যাবে।’

আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্র। যেখানে ৬ জয়ের বিপরীতে হার ৯টিতে। এছাড়া টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে ২ জয়ের পাশাপাশি হেরেছে ৫টিতে, অন্যটির ফলাফল হয়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড সফরের আগে হচ্ছে না পাকিস্তানের অনুশীলন ক্যাম্প

ইংল্যান্ড সফরের আগে হচ্ছে না পাকিস্তানের অনুশীলন ক্যাম্প

ওয়েস্ট ইন্ডিজকে গাওয়ারের স্যালুট

ওয়েস্ট ইন্ডিজকে গাওয়ারের স্যালুট

বাসচালকের কারণে আমরা সেদিন প্রাণে বেঁচে যাই : সাঙ্গাকারা

বাসচালকের কারণে আমরা সেদিন প্রাণে বেঁচে যাই : সাঙ্গাকারা

স্বাগতিক আম্পায়ার ও খেলোয়াড় বদলির অনুমোদন

স্বাগতিক আম্পায়ার ও খেলোয়াড় বদলির অনুমোদন