ফেসবুকে দেখা যাবে লা লিগার সবগুলো ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৮ এএম, ১২ জুন ২০২০
ফেসবুকে দেখা যাবে লা লিগার সবগুলো ম্যাচ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা স্প্যানিশ লা লিগা অবশেষে মাঠে গড়াচ্ছে। সেভিয়া ও রিয়াল বেতিসের মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার (১১ জন) আবারও যাত্রা শুরু করছে লা লিগার বাকি মৌসুম। এদিকে লা লিগা বাকি থাকা সবগুলো ম্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি প্রচার করা হবে।

করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চে ইউরোপের অন্যান্য লিগগুলোর মতো লা লিগাও স্থগিত ঘোষণা করা হয়। করোনা পরবর্তী সময়ে সবার আগে মাঠে গড়িয়েছে জার্মান বুন্দেসলিগা। এরপর দ্বিতীয় ফুটবল লিগ হিসেবে শুরু হচ্ছে লা লিগা।

মাঠে ফুটবল ফেরানো হলেও সতর্কতার অংশ হিসেবে মৌসুমের বাকি সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে ফুটবলাররা যেন অস্বস্তিতে না পড়েন সে জন্য যথাসাধ্য চেষ্টা করছে লা লিগা কর্তৃপক্ষ। ম্যাচ চলাকালীন সময়ে ভার্চুয়াল দর্শকের পাশাপাশি মাঠে তৈরি করা হবে দর্শকদের কৃত্রিম শব্দ।

খেলা চলাকালীন সময়ে শুধুমাত্র খেলোয়াড়, কোচ, রেফারি, ম্যাচ কর্মকর্তা, সংবাদকর্মী, ফটোগ্রাফার এবং নিরাপত্তাকর্মীরা স্টেডিয়ামে থাকতে পারবেন। এর মধ্যেও গ্যালারিতে দূরত্ব বজায় রেখে বিভিন্ন জায়গায় থাকতে পারবেন সাংবাদিক ও টিভির ক্যামেরার ব্যক্তিরা।

তবে ভক্ত ও দর্শকদের জন্য আশার খবর হলো লা লিগার সবগুলো ম্যাচ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লা লিগার অফিসিয়াল পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

লা লিগায় বর্তমান পয়েন্ট টেবিলের এক নম্বর দল বার্সেলোনা। তারা মাঠে নামবে ১৩ জুন। তার পরদিন অর্থাৎ ১৪ জুন দেখা যাবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের খেলা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যাম্প ন্যু'র নাম স্বত্ব বিক্রির টাকা দান করলো বার্সেলোনা

ক্যাম্প ন্যু'র নাম স্বত্ব বিক্রির টাকা দান করলো বার্সেলোনা

সরে গেল ব্রাজিল, বিড করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও জাপান

সরে গেল ব্রাজিল, বিড করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও জাপান

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ