কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ এএম, ১১ জুন ২০২০
কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

সবকিছু স্বাভাবিক হয়ে আসলে বাংলাদেশের ফুটবল ফিরবে চলতি বছরের ৮ অক্টোবর। আফগাানস্তানের বিপক্ষে ৮ অক্টোরের পর ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। তবে সবকিছু ছাপিয়ে ঢাকার ফুটবল দর্শকদের প্রধান আগ্রহ ১২ নভেম্বরের জন্য। ওই দিন ২০২২ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

ইতোমধ্যে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলেছে লাল সবুজ জার্সির দল বাংলাদেশ। গত বছর ১৫ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়। আনুমানিক ৫৫ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে অসাধারণ দক্ষতা দেখাতে সক্ষম হয় জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে দুর্ভাগ্য বশঃত জিততে জিততেই ড্র দিয়ে ম্যাচটির ইতি টানতে হয়েছে সফরকারী দলকে।

ম্যাচটি উপভোগ করতে বিপুল সংখ্যক বাংলাদেশি ফুটবল সমর্থক পাড়ি জমিয়েছিল পার্শবর্তী দেশ ভারতের কলকাতায়। ম্যাচ শুরুর আগে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ও ভারতের সমর্থকরা নিজ নিজ দলকে সমর্থন জানাতে জড়ো হয়েছিল স্টেডিয়ামের বাইরে। এই সময় ভক্তদের নাচে-গানে দারুণ এক পরিবেশের সৃষ্টি হয়েছিল।

ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশ যখন গোল করে এগিয়ে যায় তখন স্বাগতিক দর্শকরা একেবারেই নিস্তব্দ হয়ে যান। অন্যদিকে জাতীয় পতাকা দুলিয়ে বাংলাদেশের দর্শকরা উৎসবে মেতে ওঠেন স্টেডিয়ামে। তবে ৮৮তম মিনিটে গোল পরিশোধ করে দেয় স্বাগতিক ভারত। ফলে হাসি মুখেই ঘরে ফিরতে সক্ষম হয় স্বাগতিক সমর্থকরা।

কী ঘটতে যাচ্ছে ফিরতি লেগের ম্যাচে? প্রথম ম্যাচে জয় পেতে ব্যর্থ হলেও পরের ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। ভারত নিজের মাঠে জয় পেতে ব্যর্থ হওয়ায় ঢাকায় ফিরতি ম্যাচে জয়লাভের মাধ্যমে পুরো তিন পয়েন্ট সংগ্রহ করতে চাইবে। বাংলাদেশের সামনেও থাকছে একই লক্ষ্য। তাছাড়া হোম গ্রাউন্ডের সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ চাইবে আরও বেশি সফল হতে।

দেশের দর্শকরা ছাড়াও কলকাতার ওই ম্যাচ দেখতে যাওয়া বাংলাদেশি দর্শকরা এবার নিশ্চয় চাইবেন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ভরপুর করে তুলতে। তবে এখানে প্রশ্নও তৈরি হচ্ছে, ম্যাচ দেখার সুযোগ পাবেন তো? ম্যাচে ভরপুর দর্শক থাকার সম্ভবনা ক্ষীণ। কারণ, করোনা ভাইরাসের দাপট।

বাংলাদেশ দলের কোচ জেমি ডে অবশ্য সেই শঙ্কাই প্রকাশ করেছেন। কারণ, বিশ্বের অন্যান্য দেশের মতো বাছাইপর্বের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজনের কথা ভাবছে ফিফা। এমনকি ফুটবল মাঠে ফিরলেও তিন-চার মাসের মধ্যে মাঠে দর্শক আনা সম্ভাবনা কম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির সঙ্গী হতে পারে ১৬ বছরের ফাবিয়ান লুজ্জি

মেসির সঙ্গী হতে পারে ১৬ বছরের ফাবিয়ান লুজ্জি

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

স্বাস্থ্যবিধি ভঙ করায় ছয় ফুটবলার নিষিদ্ধ

স্বাস্থ্যবিধি ভঙ করায় ছয় ফুটবলার নিষিদ্ধ

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ