ক্যাম্প ন্যু'র নাম স্বত্ব বিক্রির টাকা দান করলো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ এএম, ১২ জুন ২০২০
ক্যাম্প ন্যু'র নাম স্বত্ব বিক্রির টাকা দান করলো বার্সেলোনা

ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বার্সেলোনার ‘ক্যাম্প ন্যু’। ৯৯ হাজার আসন সম্বলিত এ স্টেডিয়ামটি ১৯৫৭ সালে উদ্বোধন করা হয়। সেই থেকে এখন পর্যন্ত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়নি। তবে করোনা ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে স্টেডিয়ামের টাইটেল স্বত্ব বিক্রি করার ঘোষণা দিয়েছিল বার্সেলোনা।

ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, পুরো ১ বছরের জন্য স্টেডিয়ামটির টাইটেল স্বত্ব বিক্রি করা হবে। তবে টাইটেল স্বত্ব বিক্রি করে যে টাকা অর্জিত হবে তার পুরোটা ব্যয় করা হবে করোনা ক্ষতিগ্রস্তদের জন্য।

অবশেষে ‘ক্যাম্প ন্যু’র টাইটেল স্বত্ব বিক্রি করেছে বার্সেলোনা। আর এবারের মৌসুমে ক্যাম্প ন্যু’র নাম স্বত্ব বিক্রি থেকে পাওয়া ৫ লাখ ইউরোর পুরোটাই করোনাভাইরাসের রিসার্চের জন্য দান করেছে বার্সেলোনা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কারডোনা।

কারডোনা আরও জানিয়েছেন ক্যাম্প ন্যু’র নাম স্বত্ব আগামী মৌসুমেও বহাল থাকবে। স্থানীয় হাসপাতাল সান্ত ইয়োয়ান ডি ডিউতে অর্থ প্রদান অনুষ্ঠানে কারডোনা আরও বলেন, ‘শিশু ও গর্ভবতী মহিলাদের করোনায় ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে যে ধরনের স্টাডি করা হচ্ছে তাতেই সহায়তা দিচ্ছি আমরা।

এই হাসপাতালের দুর্দান্ত একটি রিসার্চ দল এ ব্যাপারে অসাধারণ কাজ করছে। যতদিন পৃষ্ঠপোষকরা আমাদের সাথে জড়িত থাকবে ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা আমরা চালিয়ে যাওয়ার আশা করছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এটা করতে চাচ্ছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সরে গেল ব্রাজিল, বিড করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও জাপান

সরে গেল ব্রাজিল, বিড করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও জাপান

ভারতের ঘরোয়া ফুটবল শুরুর তারিখ চূড়ান্ত

ভারতের ঘরোয়া ফুটবল শুরুর তারিখ চূড়ান্ত

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক