ঘরের মাঠে ম্যানইউ’র সাথে টটেনহ্যামের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ পিএম, ২০ জুন ২০২০
ঘরের মাঠে ম্যানইউ’র সাথে টটেনহ্যামের পয়েন্ট ভাগাভাগি

করোনার পরবর্তী সময়ে ১৭ জুন থেকে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শুক্রবার (১৯ জুন) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। ফেরার ম্যাচে ১-১ গোলের সমতায় স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে এই দুই দল।

শুক্রবার (১৯ জুন) ঘরের মাঠে ম্যানইউকে আথিতেয়তা দেয় স্পার্সরা। ফেরার ম্যাচে শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে স্পার্সরা। তবে ছেড়ে কথা বলেনি ম্যানইউও। ১৩তম মিনিটে সন হিয়ুং মিনের ২৫ গজ দুর থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়া।

এরপর ২৩তম মিনিটে পাল্টা আক্রমণ করে ইউনাইটেড। র‍্যাশফোর্ডের শট ফেরান স্পার্স গোলরক্ষক লরিস। স্টেভেন বেরহুইয়ানের দারুণ এক গোলে ২৭তম মিনিটে এগিয়ে যায় স্পার্সরা। এক গোলে হজম করায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ইউনাইটেড।

৮১তম মিনিটে ব্রনো ফের্নান্দোসের সফল স্পট কিকে সমতায় ফিরে উলে গুনার সূলশার শিষ্যরা। ম্যাচের শেষ দিকে রেফারি আবারও পেনাল্টির বাঁশি বাজালেও তা ভিএআরের সাহায্যে বাতিল। আর তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় এই দুলকে।

সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো ইউনাইটেড। গত ডিসেম্বরে লিগে প্রথম দেখায় মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০। লেস্টার সিটি (৫৩), চেলসি (৪৮) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাস্থ্যবিধি ভেঙে নাপোলির জয় উল্লাস

স্বাস্থ্যবিধি ভেঙে নাপোলির জয় উল্লাস

বেনজেমার জোড়া গোলে জয়ের ধারা অব্যাহত রাখলো রিয়াল

বেনজেমার জোড়া গোলে জয়ের ধারা অব্যাহত রাখলো রিয়াল

চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত ম্যানসিটিতেই থাকছেন সিলভা

চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত ম্যানসিটিতেই থাকছেন সিলভা

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে