এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ এএম, ৩০ জুন ২০২০
এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে তৃণমূল ফুটবল কার্যক্রমে ব্রোঞ্জ ক্যাটাগরিতে অংশ নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর এই কার্যক্রমে অংশ নিতে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করা হয়েছে জাতীয় পুরুষ ও নারী দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনকে।

রোববার (২৮ জুন) এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

তিনি বলেন, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তৃণমূল চার্টারে তিনটি ক্যাটাগরি আছে- ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড। ইতোমধ্যে এশিয়ার ২৮টি দেশ এই তৃণমূল চার্টার উদ্যোগে অংশগ্রহণ করেছে বা করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে এএফসির কাছে আবেদন করবে যাতে ব্রোঞ্জ ক্যাটাগরিতে আমরা যেন অন্তর্ভুক্ত হতে পারি। সেই চার্টারের আওতায় আমরা কার্যক্রম সম্পাদন করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই কার্যক্রমের অংশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে দু’জন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দুজনেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।’

নতুন দায়িত্ব পেয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তৃণমূল ফুটবলের কার্যক্রমে আমাকে শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করায় বাফুফেকে ধনব্যাদ জানাই। এটা আমার জন্য অনেক বড় সম্মানের। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

জামালের মতো এই দায়িত্ব পেয়ে গর্বিত নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি বলেন, ‘তৃণমূল ফুটবল যেন এগিয়ে যায়, সেই প্রত্যাশা আমি করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে

ফুটবলারদের দিতে হবে করোনা টেস্ট, থাকতে হবে কোয়ারেন্টিনে

জেমি ডে’র সাথে চুক্তি নবায়ন করলো বাফুফে

জেমি ডে’র সাথে চুক্তি নবায়ন করলো বাফুফে

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল