সহজ জয়ে তৃতীয় স্থান পোক্ত করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ এএম, ০৫ জুলাই ২০২০
সহজ জয়ে তৃতীয় স্থান পোক্ত করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

বার্সেলোনার ঘরের মাঠ নূ ক্যাম্পে স্প্যানিশ জায়ান্টদের রুখে দেওয়ার পর ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল মায়োর্কাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মায়োর্কাকে ৩-০ ব্যবধানে মায়োর্কাকে হারিয়েছে সিমিওনির শিষ্যরা। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নিজেদের অবস্থান দৃঢ করেছে তারা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও লুফে নিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ঘরের মাঠে খেলতে নেমে পয়েন্ট টেবিলের তলানির দল মায়োর্কাকে শুরু থেকেই চেপে ধরে অ্যাটলেটিকো। ফল পেতেও অবশ্য খুব বেশি দেরি করতে হয়নি। ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এ সময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলভারো মোরাতা। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা।

বিরতি থেকে ফিরেও নিজেদের দাপট ধরে রেখেছিল অ্যাটলেটিকো। বিরতি থেকে ফিরে ৭৯তম মিনিটে দূরপাল্লার এক শটে দারুণ এক গোল করেন কোকে। তাতে ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

এই জয়ে ৩৪ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নিজেদের অবস্থান দৃঢ করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে চতুর্থস্থানে থাকা সেভিয়ার থেকে ৫ পয়েন্টে ও পঞ্চমস্থানে থাকা ভিয়ারিয়াল থেকে ৮ পয়েন্টে এগিয়ে গেলো তারা। আর এদিকে ৩৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট নিয়ে রেলিগেশন শঙ্কায় আছে মায়োর্কা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

এশিয়ান কাপ ফুটবল আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা

মেসির ৭শ’ গোলের ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা