আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৬ জুলাই ২০২০
আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

ম্যাচ পাতানোর দায়ে আর্মেনিয়ার দ্বিতীয় টায়ারের লিগ নিষিদ্ধসহ পাঁচটি ক্লাবকে বহিষ্কার করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএফএ)। একই ঘটনায় জড়িত ক্লাব মালিক, খেলোয়াড় ও কোচসহ ৪৫ জনকে আজীবন এবং ম্যাচের ফলাফল প্রভাবিত করায় আরও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে।

ক্লাবগুলোর রাশিয়ান পাসপোর্টধারী মালিক, রাশিয়ান খেলোয়াড় ও কোচ ছাড়া ইউক্রেন, লাটভিয়া ও বেলারুশের ফুটবলাররা নিষেধাজ্ঞায় পড়েছেন। আর্মেনিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এফসি ভ্যানের সাথে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগে টেবিলের শীর্ষে থাকা লোকোমোটিভ ইয়েরেভান, আরাগাটস, টরপেডো ইয়েরেভান ও মেসিসকে চ্যাম্পিয়নশীপ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিভিন্ন ম্যাচে ফলাফল ছিল সন্দেহজনক। ১২-০, ০-১২, ১-৮, ৯-২, ০-৭, ০-৮, ৮-২ এমন ব্যবধানের ফলাফল ছিল।

আর্থিক ও টেকনিক্যাল সমস্যার কারণে ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ফেব্রুয়ারিতে নাম প্রত্যাহার করে নেওয়া এফসি ইয়েরেভানকের ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ করা হয়েছে।

এ সম্পর্কে এফএফএ সভাপতি আরমেন মেলিকবেকিয়ান বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সংস্থা ও আইন প্রণয়নকারী সংস্থার কাছ থেকে প্রাপ্ত প্রমাণ সাপেক্ষেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

ডিসেম্বরে সভাপতি নির্বাচিত হওয়ার পর এফএফএ নেতৃত্বে স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন মেলিকবেকিয়ান। দীর্ঘদিন ধরেই আর্মেনিয়ান ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগ উত্থপিত হলেও কখনই প্রমাণিত হয়নি। দেশটির গণমাধ্যমগুলোও এর বিরুদ্ধে বেশ সড়ব রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের ‘ফাইনাল বিক্রি’ নিয়ে বিবৃতি দিল আইসিসি

বিশ্বকাপের ‘ফাইনাল বিক্রি’ নিয়ে বিবৃতি দিল আইসিসি

আসলেই আমরা এক ভণ্ড জাতি : রুবেল হোসেন

আসলেই আমরা এক ভণ্ড জাতি : রুবেল হোসেন

দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ক্রিকেটার ডি কক

দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ক্রিকেটার ডি কক

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব