আসলেই আমরা এক ভণ্ড জাতি : রুবেল হোসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ জুলাই ২০২০
আসলেই আমরা এক ভণ্ড জাতি : রুবেল হোসেন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) উদ্ভাবনের দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এ টিকা উদ্ভাবনের দাবি করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানোর সময় গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ কান্নায় ভেঙে পড়েন।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই প্রাণঘাতি ভাইরাসে মহামারির মাঝে এতো বড় একটা সংবাদে অভিনন্দন ‘না জানানো’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টাইগার পেসার রুবেল হোসেন। একই সঙ্গে বিদেশে এ ভ্যাকসিন আবিষ্কার হলে আমরা অভিনন্দনে ভাসিয়ে দিতাম উল্লেখ করে নিজেদেরকে এক ‘ভন্ড জাতি’ হিসেবে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের কান্না করার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন রুবেল হোসেন।

রুবেল হোসেন লিখেন, ‘আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে, আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কান্না চলে আসছে! বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে, তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।’

তিনি বলেন, ‘অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন-অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভণ্ড জাতি।’

টাইগার ক্রিকেটের এই পেসার আরও বলেন, ‘বিন্দুপরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদেরই নেই, এই জন্যে এ দেশে জ্ঞানী মানুষ জন্মায় না। কারণ, জ্ঞানীদের কদর এ দেশে নেই। অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে, বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে!’চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন! এরাই দেশের রিয়েল হিরো।’

রুবেল হোসের এর আগেও করোনার মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ভোট চাওয়ার সময় যদি ঘরে ঘরে স্লিপ যেতে পারে তাহলে ত্রাণ দেওয়ার সময় কেন সম্ভব নয়। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই প্রতিবাদ করেন এই টাইগার পেসার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যে দোষ দেওয়া হচ্ছে তা অন্যায় : রুবেল

যে দোষ দেওয়া হচ্ছে তা অন্যায় : রুবেল

ক্ষমা চাইলেন রুবেল

ক্ষমা চাইলেন রুবেল

ভোটের সময় ঘরে ঘরে স্লিপ গেলে ত্রাণ নয় কেন : রুবেল হোসেন

ভোটের সময় ঘরে ঘরে স্লিপ গেলে ত্রাণ নয় কেন : রুবেল হোসেন

আপনাদের এই ত্যাগ কোনদিন ভুলবো না : রুবেল

আপনাদের এই ত্যাগ কোনদিন ভুলবো না : রুবেল