দুই প্রদেশেই সীমাবদ্ধ থাকবে ভারতীয় ফুটবল সুপার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ০৮ জুলাই ২০২০
দুই প্রদেশেই সীমাবদ্ধ থাকবে ভারতীয় ফুটবল সুপার লিগ

প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ভারতে এখন পর্যন্ত ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত নিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। তবে দর্শকবিহীন স্টেডিয়ামে নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ফুটবল সুপার লিগের (আইএসএল) সপ্তম আসর, যা চলবে ২০২১ সালের মার্চ পর্যন্ত।

চলমান কোভিড-১৯ মহামারির কারণে ভারতীয় এ শীর্ষ পেশাদার লিগ শুধুমাত্র দুটি প্রদেশ গোয়া ও কেরালার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। লিগের আয়োজকরা এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

আইএসএল আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লি. (এফএসডিএল) ও ক্লাব প্রতিনিধিদের সাথে এক সভায় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়, কেরালা ও গোয়া ছাড়াও পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলীয় কিছু শহরের কথা উঠলেও শেষ পর্যন্ত দুটি শহরকেই ওই সময়ের জন্য বেছে নেওয়া হয়েছে। শহর দুটির বেশ কিছু ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে গোয়া ও কেরালা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও অনেক কম। মূলত এ কারণেই সেখানে লিগ আয়োজনকে নিরাপদ হিসেবেই দেখছেন আয়োজকরা। তবে লিগ শুরুর আগে শহর দুটির সবধরনের সুযোগ সুবিধা, মেডিকেল বিষয় পর্যবেক্ষণ করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চার মাস পর মাঠের অনুশীলনে মুশফিক

চার মাস পর মাঠের অনুশীলনে মুশফিক

বদলে যাওয়া নিয়মগুলো স্টোকস-হোল্ডারদের নতুন চ্যালেঞ্জ

বদলে যাওয়া নিয়মগুলো স্টোকস-হোল্ডারদের নতুন চ্যালেঞ্জ

বিরোধীতা সত্ত্বেও লিগ শুরু করছে ব্রাজিল

বিরোধীতা সত্ত্বেও লিগ শুরু করছে ব্রাজিল

এক ম্যাচের জন্য নিষিদ্ধ দিবালা

এক ম্যাচের জন্য নিষিদ্ধ দিবালা