শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ এএম, ১৬ জুলাই ২০২০
শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

ফাইল ফটো

ভিয়ারেলের বিপক্ষে ঘরের মাঠে জিতলেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়াল মাদ্রিদের। তবে শিরোপা জিতলেও প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে ঘরে বাইরে শিরোপা উদযাপনে মানা করা হয়েছে। ঘরে বসেই শিরোপা উদযাপনে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে গ্যালাকটিকোরা।

বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মাদ্রিদ। হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। যেখান থেকে মাত্র ২ পয়েন্ট অর্জন করলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রিদ।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ যদি শিরোপা নিশ্চিত করে তবে ঐতিহ্যগতভাবে শিরোপা উদযাপনের ভেন্যু সিবেলেস স্কয়ারে খেলোয়াড়রা যাবে না। করোনার কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘সে কারণেই আমরা সকলের প্রতি আহবান জানাবো কেউ যাতে সেখানে না যায়। এ মুহূর্তে আমাদের সকলের দায়িত্ব মহামারি যাতে না ছড়ায় সে ব্যপারে সতর্ক থাকা। যেকোন ধরনের জয় উদযাপন মহামারি মোকাবেলার থেকে বেশি কিছু নয়।’

স্পেনের ক্রীড়ামন্ত্রী হোসে ম্যানুয়েল রড্রিগুয়েজ ফুটবল সমর্থক, সংগঠক ও ক্লাবে প্রতি ২০১৯-২০ মৌসুমে কোন ধরনের জনসমাগম করে আনন্দ উল্লাস না করার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ এ বিবৃতি দিয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

মেসির বিশ্রাম প্রয়োজন, তবে সম্ভব নয়

শিরোপা জয়ে রিয়ালকে থামানোর সাধ্য কার

শিরোপা জয়ে রিয়ালকে থামানোর সাধ্য কার

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ