পিএসজিতেই থাকছেন এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৩ জুলাই ২০২০
পিএসজিতেই থাকছেন এমবাপে

চলতি বছরের শুরু থেকেই চারিদিকে গুঞ্জন ছিল এবারের গ্রীষ্মকালীন দলবদলে স্প্যাানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ফরাসি ও পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ।এ নিয়ে প্রায়শই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এমবাপে নিশ্চিত করেছেন পরবর্তী মৌসুমে পিএসজিতেই থাকবেন তিনি।

ফরাসি কাপের ফাইনালে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। তারই ধারায় মঙ্গলবার (২১ জুলাই) ঘরের মাঠে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে আতিথেয়তা দেয় স্বাগতিক পিএসজি। মঙ্গলবারের ওই প্রীতি ম্যাচে সেল্টিককে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেইমার-এমবাপেরা।

পরবর্তী মৌসুমে পিএসজিতে থাকার বিষয়ে ম্যাচের প্রথমার্ধ শেষে বেন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আমি এখানে আছি। চার বছরের পরিকল্পনার অংশ আমি। ক্লাব, সমর্থক, সবার জন্যই গুরুত্বপূর্ণ ক্লাবের ৫০ বছর পূর্তির ব্যাপারটি। তাই যা কিছুই হোক না কেন, আমি এখানেই থাকব।’

২০১৭ সালে মোনাকো থেকে ১৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন এই ফরাসি ফরোয়ার্ড। দলকে ট্রফি এনে দিতে নিজের সেরাটা দিতে চান তিনি। তিনি বলেন, ‘আমি চেষ্টা করব দলকে ট্রফি এনে দিতে আমার সেরাটা ঢেলে দেব।’

করোনার কারণে ইতোমধ্যে স্থগিত হয়ে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম। পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকায় পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ। করোনা পরবর্তী সময়ে ফরাসি কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগের খেলা আছে নেইমার-এমবাপেদের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিগেল পিয়ারসনকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড

নিগেল পিয়ারসনকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড

বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

বেলজিয়ামে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার

ক্লাব বিহীন শীর্ষ পাঁচ ফুটবলার