হেন্ডারসনের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৫ জুলাই ২০২০
হেন্ডারসনের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার

ফাইল ফটো

ফুটবল রাইটার্সদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রেডসদের লিগ শিরোপা এনে দেওয়া অধিনায়ককে এ খেতাবে ভুষিত করা হয়েছে।

৩০ বছর বয়সী হেন্ডারসনকে এ খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাসফোর্ড ও ক্লাব সতীর্থ ভিরজিল ফন ডিক ও সাদিও মানের সঙ্গে।

এ মৌসুমে প্রিমিয়ার লিগের ৩০ ম্যাচে অংশ নিয়েই নিজের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন হেন্ডারসন। যার সুবাদে ১৮ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জয় করেছে লিভারপুল। করোনা ভাইরাসের সময় তিন মাসের নির্বাসিত সময়েও মাঠের মতো হেন্ডারসনের নেতৃত্বাধীন লিভারপুল ছিল দৃষ্টান্ত।

লক ডাউনের সময় তিনি নিজ উদ্যোগে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ সময় তিনি ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের জন্য খেলোয়াড়দের কাছ থেকে তহবিলও গঠন করেছিলেন।

হেন্ডারসন বলেন, ‘গোটা স্কোয়াডের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করলাম। কারণ, তাদের সহায়তা ছাড়া আমি এ অবস্থানে এসে পুরস্কারের সম্মান অর্জন করতে পারতাম না। এটি আমাকে আরও ভালো খেলোয়াড়, ভালো অধিনায়ক ও ভালো ব্যক্তি হতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘আমি ভোটে সেরার পুরস্কার পেলেও এর জন্য গোটা দলই আমাকে সহায়তা করেছে। যার কৃতিত্ব তাদেরও প্রাপ্য।’

পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়রা হলেন- ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, অ্যালিসন বাকের, রাহিম স্টার্লিং, অ্যারন ফন-বিসাকা, সার্জিও এগুয়েরো, আডামা ট্রাওরে, ড্যানি ইঙ্গস, জ্যাক গ্রেলিস, জেমস ম্যাডিসন ও জনি ইভানস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হেন্ডারসন-ব্রোঞ্জ

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হেন্ডারসন-ব্রোঞ্জ

শিরোপা উদযাপনের রাতে লিভারপুলের রোমাঞ্চকর জয়

শিরোপা উদযাপনের রাতে লিভারপুলের রোমাঞ্চকর জয়

শিরোপা উদযাপন করে লিভারপুলের ৯ সমর্থক গ্রেপ্তার

শিরোপা উদযাপন করে লিভারপুলের ৯ সমর্থক গ্রেপ্তার

‘মাথা কাজ করলেও শরীর অনুমতি দিচ্ছে না’

‘মাথা কাজ করলেও শরীর অনুমতি দিচ্ছে না’