শিরোপা উদযাপন করে লিভারপুলের ৯ সমর্থক গ্রেপ্তার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ এএম, ২৫ জুলাই ২০২০
শিরোপা উদযাপন করে লিভারপুলের ৯ সমর্থক গ্রেপ্তার

৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়, এ যেন মরুভূমিতে এক পশলা তৃপ্তির বৃষ্টি। এমন বৃষ্টিতে কে না ভিজতে চায়। ৩০ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উদযাপনে রাস্তায় নেমে আসে লিভারপুল সমর্থকরা। তবে পুলিশের নির্দেশ অমান্য করায় গ্রেপ্তার করা হয়েছে লিভারপুলের ৯ সমর্থককে।

লিগের ৭ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয় লিভারপুলের। ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষের ম্যাচটি ছিল কেবল শিরোপা তুলে ধরার আনুষ্ঠানিকতার। বুধবার (২২ জুলাই) ঘরের মাঠ অ্যানফিল্ডে রোমাঞ্চকর এক ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে অলরেডরা। ম্যাাচ শেষে ক্লপ শিষ্যদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়।

করোনার কারণে আগে থেকেই সমর্থকদের ঘরের থাকার আহ্বান জানিয়েছিল লিভারপুল। তবে তাতেও আটকানো যায়নি সমর্থকদের।
ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়াম পাড়ায় আনাগোনা শুরু হয় লিভারপুল সমর্থকদের। স্টেডিয়াম পাড়ায় পৌঁছে উৎসবে মাতে সমর্থকরা। স্টেডিয়ামের আশেপাশে উৎসব ছাড়াও শহরের বিভিন্ন স্থানেও জড়ো হয় অলরেডরা সমর্থকরা।

করোনার প্রকোপ যেন না বাড়ে তার জন্য সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। তবে পুলিশের নির্দেশ মানেনি বেশ কিছু সমর্থক। এদের মধ্য থেকে মাতাল হয়ে গাড়ি চালানো, হামলা ও মারামারির অভিযোগে নয় জনকে আটক করে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন ৩৪ জন, এছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন তিনজন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতেই থাকছেন এমবাপে

পিএসজিতেই থাকছেন এমবাপে

ম্যানসিটির বড় জয়, দুই লেগ মিলে গোলের রেকর্ড

ম্যানসিটির বড় জয়, দুই লেগ মিলে গোলের রেকর্ড

মোরেনোর স্থলাভিষিক্ত হলেন কোভাচ

মোরেনোর স্থলাভিষিক্ত হলেন কোভাচ

ব্যালন ডি’অরের ৬৪ বছরের ইতিহাস ভাঙলো করোনা

ব্যালন ডি’অরের ৬৪ বছরের ইতিহাস ভাঙলো করোনা