টাইব্রেকারে ফরাসি লিগ কাপ চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ পিএম, ০১ আগস্ট ২০২০
টাইব্রেকারে ফরাসি লিগ কাপ চ্যাম্পিয়ন পিএসজি

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিট পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। অতিরিক্ত ৩০ মিনিট পেরিয়ে কোন গোল না হওয়ায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। যেখানে টাইব্রেকারে অলিম্পিক লিওঁকে হারিয়ে ফরাসি লিগ কাপের শিরোপা জিতল পিএসজি।

প্যারিসের স্তাদে দে ফ্রান্সে শুক্রবার (৩১ জুলাই) রাতে পিএসজির মুখোমুখি হয় অলিম্পিক লিওঁ। যেখানে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে অলিম্পিক লিওঁকে হারিয়ে রেকর্ড ৯ বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। যা কি-না চলতি মৌসুমে তাদের তৃতীয় শিরোপা জয়।

শুরু থেকেই লিওঁকে চেপে ধরে পিএসজি। তবে কোন ফল আদায় করতে পারেনি পিএসজি। বিরতিতে যাওয়ার আগে গোল করার সুযোগ পেলেও তা প্রতিরোধ করে লিওঁ গোলরক্ষক অঁতনি লোপেস। গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আবার সুযোগ আসে এগিয়ে যাওয়ার। তবে সে সুযোগ হাতছাড়া করে নেইমার। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে নেইমারের দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিওঁ গোলরক্ষক। ৯০ মিনিট শেষ হলেও কোন দল গোলের দেখা পায়নি। তাতে ৩০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়।

যোগ ৩০ মিনিটে দুই দলই অবশ্য গোল করার সুযোগ পায়। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি কোন দলই। ডি মারিয়ার নিচু শট লোপেজ রুখে দেওয়ার পর পাল্টা আক্রমণে বের্টান্ড ত্রাওয়ের শট ডিফেন্ডারে প্রতিহত হয়। তাতে শেষ পর্যন্ত কোন গোল করতে পারেনি কোন দল।

পরে টাইব্রেকারে প্রথম পাঁচ শট থেকে পাঁচটি গোলই করে দুই দল । পরবর্তীতে আরও একটি করে শটের সুযোগ দেওয়া হলে তাতে কপাল পুড়ে লিঁওর। বের্টান্ড ত্রাওরে শট মিস করলে পাবলো সারাবিয়া গোল করলে শিরোপা নিশ্চিত করে পিএসজি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা জয়ের পরের ম্যাচেই জুভেন্টাসের হার

শিরোপা জয়ের পরের ম্যাচেই জুভেন্টাসের হার

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি

প্রিমিয়ার লিগে দর্শক ফিরলেও কমানো হচ্ছে সংখ্যা

প্রিমিয়ার লিগে দর্শক ফিরলেও কমানো হচ্ছে সংখ্যা

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ