করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৮ আগস্ট ২০২০
করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

ফাইল ফটো

বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প শুরু হওয়ার আগেই বাংলাদেশ ফুটবল দলে চলে আসে করোনার দুঃসংবাদ। ক্যাম্পে যোগ দিতে রিপোর্ট করা শুরু হওয়ার পর ধাপে ধাপে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশ ফুটবল দলের মোট ১১ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য প্রাথমিক দলের ক্যাম্পে ৩৬ জন খেলোয়াড় ডাক পেয়েছেন। দু’দিনে ২৪ জন ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে বাফুফে নিশ্চিত করেছে।

করোনায় আক্রান্ত ফুটবলাররা হলেন- বিশ্বনাথ ঘোষ (তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন), এম এস বাবলু, নাজমুল ইসলাম, সুমন রেজা, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, শহীদ আলম, আনিসুর রহমান জিকো, মো. রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরা।

চলতি মাসের ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে করোনা পরবর্তী ফুটবল খেলতে নামবে বাংলাদেশ। এর আগে শুক্রবার (৭ আগস্ট) থেকে শুরু হয়েছে ক্যাম্পের প্রথম দুই সপ্তাহ অনুশীলন। করোনার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে অনুশীলন অনুষ্ঠিত হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্ত্রীসহ করোনা আক্রান্ত বিশ্বনাথ ঘোষ

স্ত্রীসহ করোনা আক্রান্ত বিশ্বনাথ ঘোষ

বাংলাদেশ ফুটবল দলে ফিনল্যান্ড প্রবাসীসহ চার নতুন মুখ

বাংলাদেশ ফুটবল দলে ফিনল্যান্ড প্রবাসীসহ চার নতুন মুখ

ক্রিকেটের মতো ফুটবলেও অবকাঠামোর উন্নয়ন চান জেমি ডে

ক্রিকেটের মতো ফুটবলেও অবকাঠামোর উন্নয়ন চান জেমি ডে

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা