হোটেলে নারী ডেকে দল থেকে বাদ দুই ইংলিশ ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২০
হোটেলে নারী ডেকে দল থেকে বাদ দুই ইংলিশ ফুটবলার

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেকের পরপরই বিতর্কে জড়ালেন ম্যাসন গ্রিনউড ও ফিল ফোডেন। করোনাভাইরাসের কোয়ারেন্টাইন নিয়ম ভঙ করায় দল থেকে বাদ পড়লেন ফোডেন ও গ্রীনউড। ইতোমধ্যে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ডেনমার্কের বিপক্ষে এই দুজনের না থাকার কথা জানান। ইংলিশ কোচের মতে, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফোডেন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড গ্রীনউড মঙ্গলবারের (৮ সেপ্টেম্বর) নেশনস লিগের ম্যাচ খেলতে আইসল্যান্ড থেকে ডেনমার্কে যেতে পারছেন না।

তিনি বলেন, ‘আজ (সোমবার) সকালে জানতে পারলাম আমাদের নিরাপত্তা বলয়ের কোভিড গাইডলাইন অপ্রত্যাশিত ভাবে লংঘন করেছে এ দুই খেলোয়াড়। আমরা সিদ্ধান্ত নিয়েছি তারা দলের বাকি সদস্যদের সঙ্গে মিশতে পারবে না এবং অনুশীলনে যেতে পারবে না। তাদেরকে আলাদা ভাবে দেশে ফিরে যেতে হবে।’

এই দুইজনের করোনা ভাইরাস প্রটোকল লঙ্ঘনের প্রকৃতি সম্পর্কে অবশ্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইংলিশ কোচ। যদিও আইসল্যান্ডের ওয়েবসাইট ‘৪৩৩’ জানিয়েছে, রোববার ইংল্যান্ডের টিম হোটেলে দুজন নারী অতিথি নিয়ে এসেছিলেন গ্রিনউড ও ফোডেন। তার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়।

শনিবার ইংল্যান্ড দলে অভিষেক ঘটেছে ২০ বছর বয়সী ফোডেন ও ১৮ বছর বয়সী গ্রীনউডের। আইসল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছে ইংল্যান্ড। এদিকে আজ ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পেনের বড় জয়ে আনসু ফাতির রেকর্ড

স্পেনের বড় জয়ে আনসু ফাতির রেকর্ড

গোলরক্ষক রিকোকে স্থায়ীভাবে দলে ভেড়ালো পিএসজি

গোলরক্ষক রিকোকে স্থায়ীভাবে দলে ভেড়ালো পিএসজি

নারী কর্মীর সতর্কতায় ‘হুঁশ’ ফিরলো রোনালদোর

নারী কর্মীর সতর্কতায় ‘হুঁশ’ ফিরলো রোনালদোর

জার্মান তারকা কেই হাভার্টজকে দলে ভেড়ালো চেলসি

জার্মান তারকা কেই হাভার্টজকে দলে ভেড়ালো চেলসি