জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো চেলসি

ছবি : চেলসি

জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম শুরু করলো চেলসি। ২০২০-২১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে চেলসি। জয়ের এ ম্যাচে চেলসির হয়ে গোল করেন জর্জিনিয়ো, রেস জেমস ও কুর্ত জুমার। অন্যদিকে স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন লেয়ান্দ্রো ত্রোসার।

ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ গোলের দায় অবশ্য স্বাগতিক গোলরক্ষক ম্যাথিউ রায়ানের। ডি-বক্সে ঢুকে পড়া টিমো ভেরনারকে আটকাতে ফাউল করে বসেন গোলরক্ষক। পরে পেনাল্টি থেকে স্পট কিকে চেলসিকে এগিয়ে নেন জর্জিনিয়ো।
sportsmail24
বিরতি থেকে ফিরে ৫৪তম মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন ত্রোসার। তবে বেশিক্ষণ সমতা টিকিয়ে রাখতে পারেনি ব্রাইটন। দুই মিনিট পরেই ৫৬তম মিনিটে আবারও এগিয়ে যায় চেলসি। ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন জেমস।

দ্বিতীয় গোলের ১০ মিনিট পর আরও এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৬৬তম মিনিটে তৃতীয় গোলটি করেন কুর্ত জুমা। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

ম্যাচে ৩-১ ব্যবধানে চেলসি জয় পেলেও বল দখলে এগিয়ে ছিল ব্রাইটন। পুরো ম্যাচে তারা ৫৩ শতাংশ সময বল নিজেদের দখলে রেখেছিল। যেকানে চেলসি দখলে ছিল ৪৭ শতাংশ। তবে ফুটবলের যে আসল কাজ গোল, সেটি তারা ঠিকই আদায় করে নিয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি এ নতুন মৌসুম এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ও আর্সেনাল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো আর্সেনাল

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো আর্সেনাল

সালাহ’র হ্যাটট্রিকেও লিভারপুলের কষ্টার্জিত জয়

সালাহ’র হ্যাটট্রিকেও লিভারপুলের কষ্টার্জিত জয়

প্রিমিয়ার লিগে দর্শক ফিরলেও কমানো হচ্ছে সংখ্যা

প্রিমিয়ার লিগে দর্শক ফিরলেও কমানো হচ্ছে সংখ্যা

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেলেন জেমি ভার্ডি

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেলেন জেমি ভার্ডি