নেইমারকে ছাড়া ৯ জন খেলেও পিএসজির জয়, বিস্মিত কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
নেইমারকে ছাড়া ৯ জন খেলেও পিএসজির জয়, বিস্মিত কোচ

ছবি : পিএসজি

ইনজুরি সময়ে জুলিয়ান ড্রাক্সলারের দেওয়া গোলে লিগ ওয়ানের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত লিগ ম্যাচে মিজের বিপক্ষে ১-০ গোলে পিএসজির জয়ে নিষেধাজ্ঞার করাণে ছিলেন না নেইমার।

এবারের মৌসুমটি উদভ্রান্তের মতো শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবারের ম্যাচেও ছিল এমন অগোছালো অবস্থা। ম্যাচের ৬৫তম মিনিটে দশজনের দলে পরিণত হয় পিএসজি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সেন্ট্রাল ডিফেন্ডার আবদু দিয়ালো। এটি ছিল চলতি মৌসুমে ক্লাবটির চতুর্থ লাল কার্ড।

শুধু তাই নয়, ম্যাচের অন্তিম সময়ে ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে আসা জুয়ান বার্নাট হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় পিএসজি। কারণ এর আগেই তারা তিনটি বদলির কোটা শেষ করে ফেলেছিল।

দলের এ অবস্থাতেও জয় পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন পিএসজির কোচ থমাস টাচেল। খেলা শেষে তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত। সত্যিকার অর্থে এটি অসাধারণ। এটি নিয়ে আমাকে আরও ভাবতে হবে। কারণ আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’

টাচেল বলেন, ‘দলের সব সমর্থকরাই গর্ববোধ করতে পারবে। ১১ জনের বিপক্ষে ৯ জন হওয়ার পরও আমরা এখনো জয়ের দাবিদার। ম্যাচ চলাকালেই ঘোষণা এসেছে মার্সেই’র বিপক্ষে লাল কার্ড পাওয়া নেইমার, লিয়ান্দ্রো পারেদস ও লেভিন কুরজাওয়ার নিষিদ্ধ হওয়ার বিষয়টি।’

পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপে করোনায় আক্রান্ত হওয়ার কারণে এখনো কোয়ারেন্টাইনে রয়েছেন। আর ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে আছেন থিলো কাহের ও মার্কো ভেরাট্টি। তবে কোয়ান্টোইন শেষে দলে ফিরেছেন মাউরো ইকার্দি, সেন্টার ব্যাক মারকুইনহোস ও গোলরক্ষক কাইলর নাভাস।

পিএসজির কোচ বলেন, ‘আমাদেরকে প্রচুর শ্রম দিতে হয়েছে। আমাদের দলে অনেক পরিবর্তন এসেছে। আমাদেরকে এমন সব খেলোয়াড় ব্যবহার করতে হয়েছে যারা অনুশীলনও করতে পারেনি। অনেকে দীর্ঘ সময় খেলার বাইরে রয়েছে।’

১৯৮৪/৮৫ সালের পর এই প্রথম দুটি হার দিয়ে লিগ মিশন শুরু করেছে চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম দুই ম্যাচেই তারা ১-০ গোলে হেরেছে লেন্স ও মার্সেই’র কাছে। বুধবার কিছুটা আধিপত্য বিস্তার করেই খেললেও ড্রাক্সলারের গোলের আগমুহূর্ত পর্যন্ত অনেকটা উদভ্রান্তের মতো ছিল প্যারিস জায়ান্টরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত দুই গোলে ভক্তদের মন কাড়লেন মেসি

দুর্দান্ত দুই গোলে ভক্তদের মন কাড়লেন মেসি

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

১০ বছরের সম্পর্কের ইতি, আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় মার্টিনেজ

১০ বছরের সম্পর্কের ইতি, আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় মার্টিনেজ

করোনার ভয়ে ৩৭ গোল হজম!

করোনার ভয়ে ৩৭ গোল হজম!