বিরোধ নয়, মেসির সাথে সমঝোতা চান বার্তোমেউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২০
বিরোধ নয়, মেসির সাথে সমঝোতা চান বার্তোমেউ

বোর্ডের উপর ক্ষিপ্ত হয়ে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে রিলিজ ক্লজ ঝামেলা তৈরি হওয়ায় ক্যাম্প ন্যু ছাড়া হয়নি মেসি। মেসির বার্সেলোনা ছাড়ার খবরে মেসি ও সমর্থকদের কাঠগড়ায় ছিলেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ।

সব ঝড় যখন শেষ হয়ে গেছে তখন মুখ খুললেন বার্তামেউ। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ বলেছেন, তিনি মেসির সাথে আর কোন বিরোধে জড়াতে চান না। তিনি মেসির সাথে সমঝোতা চান। একই সাথে তার বিশ্বাস নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এই আর্জেন্টাইন সুপারস্টার নিজের সেরাটা দিয়েই বার্সেলোনায় খেলবে।

বার্তোমেউ আরও জানিয়েছেন এই মুহূর্তে পদত্যাগের কোন ইচ্ছাই তার নেই। গত সপ্তাহে প্রায় ২০ হাজারেরও বেশি সমর্থক তার বিপক্ষে অনাস্থা এনে গণসাক্ষর দিয়েছিল।

এবারের গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে মেসি বার্সেলোনা ছাড়তে ব্যর্থ হওয়ার পর সব দোষ চাপিয়েছেন বার্তোমেউর উপর। মেসির দাবি ছিল দলত্যাগের ব্যাপারে সভাপতি তার কোন কথাই রাখেনি। ৩৩ বছর বয়সী মেসির সাথে আগামী গ্রীষ্মে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তখন ফ্রি ট্রান্সফারে সে দলত্যাগ করতে পারবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কাতালান টেলিভিশন চ্যানেল টিভি ৩’এ এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছেন, ‘সভাপতি হিসেবে আমি মেসির সাথে কোন ধরনের বিরোধে জড়াতে পারি না। মেসি আমাদের অধিনায়ক, নেতা। সম্প্রতি তার সাথে আমার মাঠে দেখা হয়েছে এবং আমরা দুজনই কথা বলেছি। যা হবার তা হয়ে গেছে। এখন এসব নিয়ে আর ভাবতে চাইনা। বোর্ড কিংবা কোন কোচিং স্টাফকে আমি বিশ্বে র সেরা খেলোয়াড়কে দল ছাড়ার জন্য অনুমতি দিতে পারি না। দলে তার প্রয়াজন আছে ‘

তিনি আরও বলেন, ‘সবকিছু আমাদের ঘরের মধ্যেই আলোচনা হবে। এখন শুধুমাত্র সব খেলোয়াড় ও সমর্থকের সহযোগিতা প্রয়োজন। মেসি যেহেতু আমাদের দলেই আছে সে কারণে আমাদের নিজেদের অভিনন্দন জানানো উচিত। কোম্যানও তাকে পছন্দ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেসি তার ঘরের ক্লাব বার্সার হয়ে খেলছে। আমরা চাই এখানে থেকেই সে অবসরে যাক।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা

নতুন মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন বায়ার্নের গোল উৎসব

নতুন মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন বায়ার্নের গোল উৎসব