রিয়ালকে হারিয়ে ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ এএম, ১৬ জানুয়ারি ২০২১
রিয়ালকে হারিয়ে ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা। ফলে সেভিয়ায় রোববারের ফাইনালে বার্সেলোনার মোকাবেলা করবে বিলবাও।

বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বিলবাওয়ের এ অসাধারণ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাউল গার্সিয়ার জোড়া গোল। প্রথমার্ধে একটি গোল করার পর পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। রিয়ালের হয়ে দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি পরিশোধ করেছেন করিম বেনজেমা। এর মাধ্যমে জয় দিয়ে নতুন কোচ মার্সেলিনো গার্সিয়া টোরালের প্রতিশ্রুতি পূরণ করলো বিলবাও।

গত সপ্তাহেই লা লিগায় বার্সার কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিল বিলবাও। সান মেমেসে ওই ম্যাচে আর্জেন্টাইন নক্ষত্র লিওনেল মেসি করেছিলেন জোড়া গোল। সপ্তাহের শেষে তারা সেভিয়ায় রোনাল্ড কোম্যানকে নিয়ে এখন ট্রফি হাতে উদযাপনের অপেক্ষায় বার্সেলোনা।

ফাইনাল ম্যাচকে সামনে রখে মার্সেলিনো বলেছেন, ‘এখন আমরা শিরোপা জয় থেকে ৯০ মিনিটের দূরত্বে রয়েছি। এটি হবে দুর্দান্ত। তবে এর চেয়েও দারুণ ব্যাপার হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে হারিয়ে এ কর্মটি সাধন করা।’

ম্যাচ হারের পর রিয়ালের কোচ জিনেদিন জিদান বলেন, ‘এটি কোন ব্যর্থতা নয়। আপনি নিশ্চয় প্রতিটি ম্যাচে জয়লাভ করতে পারবেন না।’

এদিকে সেমি ফাইনালে না খেললেও ফাইনালে অবশ্য সুস্থ হয়ে বার্সার হয়ে খেলার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির। গত বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচে অংশ নিতে পারেননি পেশীতে টান পাওয়া মেসি। অধিানয়ক না খেললেও ফাইনালে ফেভারিটের তকমা বার্সার গায়েই লাগানো থাকবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় ফিরলেন কোচ জেমি ডে

ঢাকায় ফিরলেন কোচ জেমি ডে

টাইব্রেকারের নাটকীয়তায় ফাইনালে বার্সেলোনা

টাইব্রেকারের নাটকীয়তায় ফাইনালে বার্সেলোনা

ফুটবল বন্ধের হুমকি দিলেন ইংলিশ লিগ প্রধান

ফুটবল বন্ধের হুমকি দিলেন ইংলিশ লিগ প্রধান

‘বুড়ো’ বেনজেমাকে জাতীয় দলে ফেরাতে পারে ফ্রান্স

‘বুড়ো’ বেনজেমাকে জাতীয় দলে ফেরাতে পারে ফ্রান্স