মেসিকে লাল কার্ড, বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন বিলবাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২১
মেসিকে লাল কার্ড, বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন বিলবাও

শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল বার্সেলোনা। গোল ব্যবধানে পর পর দুইবার এগিয়েও গিয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে চমৎকার এক গোলে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে অ্যাথলেটিকো বিলবাও। এমনকি পিছিয়ে পড়ে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ারের গায়ে হাত তুলে লাল কার্ড দেখেন লিওনেল মেসি।

রোববার (১৭ জানুয়ারি) রাতে সেভিয়ায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে ব্যবধানে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছে বিলবাও। এর মধ্যে দিয়ে দলটি তৃতীয়বারের মতো এ শিরোপা নিজেদের করে নিল।

স্প্যানিশ সুপার কাপের এ ফাইনালে মেসির খেলা নিশ্চিত ছিল না। তবে শুরুর একাদশেই মাঠে নামেন তিনি। খেলায় বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণভাগে বার বার বাধাগ্রস্ত হয়েছে বার্সেলোনা। এছাড়া বল দখলে পিছিয়ে থাকলেও বার্সার রক্ষণে চাপ সৃষ্টি করে খেলেছে বিলবাও। লং পাসে বার্সার রক্ষণভাগে বার বার ভীতি ছড়িয়েছে তারা।
sportsmail24
খেলার ৪০তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট না নিয়ে ফিরতি পাস দেন জর্দি আলবা। তবে প্রতিপক্ষের বাধার মুখে মেসি ঠিকমতো শট নিতে না পারায় ফাঁকায় বল পেয়ে যায় অঁতোয়ান গ্রিজমান। ফাঁকায় বল পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন দরকে এগিয়ে দেন গ্রিজমান।

তবে গোল পরিশোধে বেশি সময় নেয়নি বিলবাও। মাত্র ২ মিনিট পর ৪২তম মিনিটে দলকে সমতায় ফেরান অস্কার দে মার্কোস। ইনাকির ক্রসে কাছ থেকে বল ফে ডান পায়ের শটে বার্সার জালে বল পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেছিলেন রাউল গার্সিয়া। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এরপর
৭৭তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের মুখে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজমান।

২-১ গোলের ব্যবধান ধরে রেখে শিরোপার সুবাস পাচ্ছিলো বার্সেলোনা। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০তম মিনিট) ফ্রি-কিক থেকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড আসিয়ের। আর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) ইনাকির অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায় বিলবাও।
sportsmail24
তবে ১১০তম মিনিটে আত্মঘাতী গোল খেতে বসেছিল বিলবাও। এছাড়া পরের মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করেন গ্রিজমান। ফাঁকায় বল পেয়েও ভলিতে উড়িয়ে মারেন তিনি। আর হারের সাথে হতাশার ষোলোকলা পূর্ণ হয় মেসির লাল কার্ড।

বিলবাওয়ে খেলোয়াড় আসিয়েরকে মেজাজ হারিয়ে আঘাত করে বসেন মেসি। যদিও তার আগে আসিয়ের মেসির চলার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছে। তবে ভিএআরের সাহায্য নিয়ে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন তারকার এটিই প্রথম লাল কার্ড। ক্লাবটির হয়ে ৭৫৩তম ম্যাচে এসে প্রথমবারের মতো এ তেতো স্বাদ পেলেন তিনি।

বিলবাও সর্বশেষ এ প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল ২০১৫ সালে, সেটিও বার্সেলোনার বিপক্ষেই। সেইবার দুই লেগের লড়াইয়ে কাতালান ক্লাবটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

মেসির গোল খাওয়া ১৬০ গোলরক্ষকে বিয়ার উপহার

মেসির গোল খাওয়া ১৬০ গোলরক্ষকে বিয়ার উপহার

‘ঝামেলা’ কাটিয়ে বার্সায় উপভোগ করছেন মেসি

‘ঝামেলা’ কাটিয়ে বার্সায় উপভোগ করছেন মেসি

অবশেষে ছিন্ন হচ্ছে আর্সেনাল-ওজিল সম্পর্ক

অবশেষে ছিন্ন হচ্ছে আর্সেনাল-ওজিল সম্পর্ক