জার্মান যেতে পারছে না লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১
জার্মান যেতে পারছে না লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগে আরবি লিপজিগের বিপক্ষে ম্যাচ খেলতে জার্মানীতে প্রবেশ করতে পারবে না লিভারপুল। ১৬ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারিতে দেশটিতে প্রবেশের উপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

দেশটির মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘জার্মান ফেডারেল পুলিশ আরবি লিপজিগকে জানিয়ে দিয়েছে এই বিষয়টি ব্যতিক্রমী প্রয়োজনীয়তার কোটায় পড়ে না।’ যার ফলে দেশটিতে প্রবেশে প্রতিবন্ধকতায় পড়তে হবে লিভারপুলের খেলোয়াড়দের।

উয়েফার জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, শেষ ষোলর ম্যাচ আয়োজনের উপায় লিপজিগকেই খুঁজে বের করতে হবে। এমনিতেই প্রথম লেগের ৩-০ গোলে হেরে ঝুঁকির মধ্যে রয়েছে বুন্দেসলিগার ক্লাবটি।

আরবি লিপজিগের সিইও অলিভার মিন্টজল্যাফ বলেছেন, ম্যাচের জন্য ভিন্ন কোন স্থান খুঁজছে ক্লাব। এএফপিকে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কথা বলছি। সমস্যার সমাধানে কাজ করছি। আমরা অন্য কোথাও খেলব।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দল বদলের শেষ দিনে রক্ষণভাগ শক্তিশালী করলো লিভারপুল

দল বদলের শেষ দিনে রক্ষণভাগ শক্তিশালী করলো লিভারপুল

লিভারপুলকে হারিয়ে কাঁদলেন সাউদাম্পটনের কোচ

লিভারপুলকে হারিয়ে কাঁদলেন সাউদাম্পটনের কোচ

আবারও ফিফার বর্ষসেরা কোচ ক্লপ

আবারও ফিফার বর্ষসেরা কোচ ক্লপ

‘হুমকি’ মোকাবেলায় লিভারপুলের করণীয় জানালেন মিলনার

‘হুমকি’ মোকাবেলায় লিভারপুলের করণীয় জানালেন মিলনার