এমবাপের হ্যাটট্রিক, পিএসজির কাছে ধরাশায়ী বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১
এমবাপের হ্যাটট্রিক, পিএসজির কাছে ধরাশায়ী বার্সেলোনা

কিলিয়ান এমবাপের অসাধারণ হ্যাটট্রিক গোলে প্রথমে এগিয়ে যাওয়া বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ৪-১ গোলের ব্যবধানে জয় তুলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল এমবাপে-নেইমাররা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে পিএসজির কাছে এমন পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। লিওনেল মেসির গোলে প্রথমে এগিয়ে গেলেও কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক এবং মোইজে কিনের এক গোলে বড় ব্যবধানে জয় তুলেনেয় পিএসজি।

চার বছর আগে পিএসজির কাছে এমন ভরাডুবি হয়েছিল বার্সেলোনার। ২০১৬-১৭ আসরে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে ফিরতি পর্বে ক্যাম্প ন্যুয়ে ৬-১ ব্যবধানে প্রতিশোধ নেয় বার্সা।

চ্যাম্পিয়নস লিগের এ নক আউট পর্বের ম্যাচের শুরু থেকেই এলোমেলো খেলে বার্সেলোনা। তবে পিএসজির ভালো খেলার মাঝেও সুযোগ পেয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ২৭তম মিনিটে মেসির সফল স্পট কিক থেকে এগিয়ে যায় তারা। ফ্রেংকি ডি ইয়ং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চলতি আসরে মেসির এটি চতুর্থ গোল। তবে চারটি গোলই এসেছে পেনাল্টি কিক থেকে। আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মেসির গোলের সংখ্যা হলো ২০টি।
sportsmail24
পিছিয়ে পড়ে আক্রমণ বাড়িয়ে দেয় পিএসজি। যার ফলে পাঁচ মিনিট পরেই সমতায় ফিরে তারা। ডি-বক্সে মার্কো ভেরাত্তির পাস থেকে বল ধরে জোরালো শটে গোল আদায় করে নেন এমবাপে। তার প্রথম গোলেই ১-১ ব্যবধারে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রেখে খেলে পিএসজি। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের ৬৫তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এবার সেই এমবাপে, জোরালো শটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন।

৭০তম মিনিটে বাঁ দিক থেকে লেয়ান্দ্রো পারেদেসের ফ্রি-কিকে গোলমুখ থেকে হেড করে গোল করেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন। ৩-১ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনায় শেষ পেরেক মারেন এমবাপে।

৮৫তম মিনিটে প্রতি-আক্রমণে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ৪-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনার।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোভিড সঙ্কটের মধ্যেই চলবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট

কোভিড সঙ্কটের মধ্যেই চলবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট

লাইপজিগের ফাউলে পিএসজির মান রক্ষা

লাইপজিগের ফাউলে পিএসজির মান রক্ষা

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের টানা ১৪

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের টানা ১৪

রোনালদো বিহীন জুভেন্টাসকে বার্সেলোনার জোড়া গোল

রোনালদো বিহীন জুভেন্টাসকে বার্সেলোনার জোড়া গোল