চার জাতির ফুটবলে নেপালের আমন্ত্রণে রাজি বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৫ মার্চ ২০২১
চার জাতির ফুটবলে নেপালের আমন্ত্রণে রাজি বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই পর্বে চলতি মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে নেপালের খেলার কথা ছিল। তবে করোনার কারণে বাতিল হয়ে গেছে। ফলে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) মার্চে চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায়। যেখানে নেপালের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

মার্চের ২০ থেকে ৩০ তারিখ ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে এ টুর্নামেন্ট করতে চায় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনামসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। তবে বাংলাদেশ ছাড়া এখন পর্যন্ত অন্য কোন দেশের সাড়া পায়নি তারা।

আনফার সভাপতি কারমা শিরিং শেরপাকে উদ্ধৃত করে নেপালের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার ম্যাচটি স্থগিত হওয়ায় নেপাল এ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনামসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।

আরও বলা হয়, নেপালের আমন্ত্রণে বাংলাদেশ ছাড়া এখনো অন্য দেশগুলো ইতিবাচক সাড়া দেয়নি। তবে শেষ পর্যন্ত অন্যদেশগুলো পক্ষ থেকে সাড়া না পেলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ফুটবল সিরিজ আয়োজনেও আগ্রহী নেপাল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আফগানিস্তানের ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি ম্যাচটি না হয় আমরা সামনের ফিফা উইন্ডোতে কিছু ম্যাচ খেলতে চাই। নেপালের প্রস্তাবে আমাদের কোচিং স্টাফরাও ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক, খুশি বাফুফে সভাপতি

ফুটবল উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক, খুশি বাফুফে সভাপতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

কাতারের বিপক্ষে ছেলেরা দারুণ খেলেছে : জেমি ডে

কাতারের বিপক্ষে ছেলেরা দারুণ খেলেছে : জেমি ডে

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা