প্রতিশোধ নেয়ার সুযোগ পিএসজির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০৮ এপ্রিল ২০২১
প্রতিশোধ নেয়ার সুযোগ পিএসজির

চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দিবে বায়ার্ন। 

গত বছর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় লাভ করে বায়ার্ন। প্রতিপক্ষ হিসেবে ছিলো পিএসজিই। তাই আজকের ম্যাচটি বলা চলে পিএসজির জন্য প্রতিশোধ নেয়ার ম্যাচই। 

ঘরের মাঠ হলেও আজকে কিছুটা চাপেই থাকবে বায়ার্ন। আজকের ম্যাচে মাঠে নামা হবেনা দলটির অন্যতম প্রধান খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কির । তাছাড়া পিএসজির শক্তিশালী মিডফিল্ডও নিশ্চিতভাবে  ভাবাবে বায়ার্নকে। এমবাপ্পে, ডি মারিয়ার পাশাপাশি নেইমারকে রুখতেও বেগ পোহাতে হবে বায়ার্নকে। কারণ, নেইমার এমন একজন খেলোয়াড় যে মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে ম্যাচের চিত্রপট। তাছাড়া উইং দিয়ে পিএসজির আক্রমণগুলোও বেশ ভুগাবে বায়ার্নকে। 

প্রতিপক্ষ পিএসজির সকল আক্রমণ রুখে পাল্টা আক্রমণে গোল করতে দল প্রস্তুত বলে জানান কোচ হ্যান্সি ফ্লিক। পরিকল্পনামাফিক খেলে ইতিবাচক ফল আনার ব্যাপারে দারুণ আশাবাদি তিনি। অন্যদিকে , পিএসজির কোচ পচেত্তিনো বায়ার্ন মিউনিখকে এগিয়ে রাখলেও নিজের খেলোয়াড়দের উপর আস্থা রয়েছে তার। 

পরিসংখ্যানে বেশ এগিয়ে বায়ার্ন, ৬ বারের দেখায় ৪ বারই জয় পেয়েছি তারা। আজকের ম্যাচে জয় লাভ করে বায়ার্ন কি পারবে ব্যবধানটা আরো বাড়াতে? 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বপ্নটা আরও বড় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

স্বপ্নটা আরও বড় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

ভিনিসিয়াস ম্যাজিকে রিয়ালের সহজ জয়

ভিনিসিয়াস ম্যাজিকে রিয়ালের সহজ জয়

করোনা আক্রান্ত রিয়ালের ভারান

করোনা আক্রান্ত রিয়ালের ভারান

কোর্স পরিচালনায় সবুজ সংকেত পেল বাফুফে

কোর্স পরিচালনায় সবুজ সংকেত পেল বাফুফে