রিয়ালকে টপকে ধনী ক্লাবের শীর্ষে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৪ এপ্রিল ২০২১
রিয়ালকে টপকে ধনী ক্লাবের শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষে ওঠে গেছে বার্সেলোনা। গত অর্থবছরে ক্লাবের সর্বমোট মূল্য ছিল ৪ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।

অতীতে পাঁচবার এ তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমান নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। বিজনেস ম্যাগাজিন ফোর্বস এ তথ্য প্রকাশ করেছে।

ফোর্বস জানিয়েছে, কোভিড-১৯ মহামারী সত্ত্বেও গত দুই বছরের তুলনায় বিশ্বের শীর্ষ ২০টি ক্লাবের মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার হয়েছে। অথচ গত বছর এর পরিমাণ ২০১৭-১৮ মৌসুমের থেকে ৯ দশামিক ৬ শতাংশ কমে ৪৪১ মিলিয়ন ডলারে নেমে গিয়েছিল।

ফোর্বস ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক মাইক ওজানিয়ান লিখেছেন, ‘আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে ওঠার চেষ্টা করছে ক্লাবগুলো। ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো এখনো সীমিত সংখ্যক দর্শক কিংবা একেবারেই দর্শকশূন্য মাঠে ম্যাচগুলো আয়োজন করছে। তারপরও ম্যাচের দিন যে পরিমাণ রাজস্ব আয়ের ক্ষতি গত বছর হয়েছিল তার থেকে ক্লাবগুলো বেরিয়ে এসেছে।’

৪ দশমিক ২১৫ বিলিয়ন ডলার নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ ক্লাব ম্যানচেস্টার ইউনাইডেট, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার শীর্ষ ১০ -এর মধ্যে রয়েছে।

গত দুই বছরে ১২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৫ বিলিয়ন মূল্য নিয়ে নবম স্থানে উঠে এসেছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। শীর্ষ ১০ ক্লাবের মধ্যে যা সবচেয়ে বেশি বৃদ্ধি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

আবারও দশক সেরা ক্লাব বার্সেলোনা

আবারও দশক সেরা ক্লাব বার্সেলোনা

বার্সার সভাপতি প্রার্থী লাপোর্তার মন্তব্যে সমালোচনার ঝড়

বার্সার সভাপতি প্রার্থী লাপোর্তার মন্তব্যে সমালোচনার ঝড়

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি