জয়ে ফিরলো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ পিএম, ০৯ মে ২০২১
জয়ে ফিরলো লিভারপুল

শিরোপা স্বপ্ন শেষ আগেই। এখন লক্ষ্য শীর্ষ চারে থেকে নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা। সেই লক্ষ্যেও হোচট খেয়েছে লিভারপুল। তবে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার জয়ে ফিরলো তারা।

শনিবার (৮ মে) দিনগত রাতে আনফিল্ডে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে অলরেডরা। প্রথমার্ধে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দলের দ্বিতীয় গোলটি করেচেন থিয়াগো আলকান্তারা। এ জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমায়ার লিগের ছয় নম্বরে রয়েছে লিভাপুল।

সাউদাম্পটনের বিপক্ষে বেশ গোছানো ফুটবল খেলেছে লিভারপুল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ করেছে। তবে বেশ কিছু সুযোগও নষ্ট করেছে তারা। প্রথমার্ধের ৩১তম মিনিটে এগিয়ে যায়।

সেনেগালের সাদিও মানের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। মোহাম্মদ সালাহর ক্রস থেকে পাওয়া বলে দারুণভাবে হেড করে বল জালে পাঠান তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

প্রথমার্ধে গোছালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে কিছুটা অগোছালো ফুটবল উপহার দেয় দু’দলই। যে কারণে কোন দলই গোল করার সুযোগ তৈরি করতে পারেনি। এর মাঝে ম্যাচের ৮১তম মিনিটে মানে আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

১-০ গোলের ব্যবধানেই শেষ হচ্ছিল ম্যাচটি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় লিভারপুল। ম্যাচের ৯০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান ২-০ করেন আলকান্তারা। ফলে নিশ্চিত জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এদিকে, এ জয়ে ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিভারপুল। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে সাউদাম্পটন। লিগে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই যুগ পর এভারটনের কাছে হারলো আর্সেনাল

দুই যুগ পর এভারটনের কাছে হারলো আর্সেনাল

লিভারপুলকে রুখে দিল লিডস ইউনাইটেড

লিভারপুলকে রুখে দিল লিডস ইউনাইটেড

৩৯ বছর পর সেমিফাইনালে লেস্টার সিটি, প্রতিপক্ষ সাউদাম্পটন

৩৯ বছর পর সেমিফাইনালে লেস্টার সিটি, প্রতিপক্ষ সাউদাম্পটন

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল নরউইচ সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল নরউইচ সিটি