দুই বছরের চুক্তিতে ইন্টারের দায়িত্বে ইনজাঘি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ এএম, ০৪ জুন ২০২১
দুই বছরের চুক্তিতে ইন্টারের দায়িত্বে ইনজাঘি

সিরি এ চ্যাম্পিয়ন ইন্টার মিলানের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন সিমোনে ইনজাঘি। তিনি সাবেক কোচ অ্যান্তেনিও কন্তের স্থলাভিষিক্ত হচ্ছেন। দুই বছরের চুক্তিতে ইন্টারে আসছেন ইনজাঘি।

ইন্টার মিলানের দায়িত্ব নেওয়ার আগে আরেক ইতালিয়ান ক্লাব লাৎজিওর দায়িত্বে ছিলেন ইনজাঘি। টানা পাঁচ বছর লাৎজিকে সামলেছিলেন তিনি। তার হাত ধরেই ইউরোপিয়ান টুর্নামেন্টে ফিরেছিল ক্লাবটি।

কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও লাৎজিওতে পাওয়া সাফল্যের কারণে ইনজাঘির হাতেই দায়িত্ব তুলে দিয়েছে ইন্টার মিলান। ইন্টার মিলানে রোমেলু লুকাকু, লাওরাতো মার্টিনেজদের মত ফুটবলাদের পাবেন তিনি। ইন্টারে তার জন্য বড় চ্যালেঞ্জ হবে দলের সাফল্য ধরে রাখা।

বাৎসরিক কত বেতনে ইন্টার মিলানে আসছেন ইনজাঘি তা এখনও জানা যায়নি। লাৎজিওর হয়ে ইতালিয়ান সুপার কোপা এবং কোপা ইতালিয়া জয় করেছিলেন সিমোনে ইনজাঘি। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ইন্টারের দায়িত্বে থাকবেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন বাজেটে বাফুফের চাওয়া ৫০ কোটি টাকা

নতুন বাজেটে বাফুফের চাওয়া ৫০ কোটি টাকা

ম্যাচের আগেই আর্জেন্টিনার একাদশ প্রকাশ

ম্যাচের আগেই আর্জেন্টিনার একাদশ প্রকাশ

যে তিন কারণে আফগান ম্যাচে পিছিয়ে থাকবে বাংলাদেশ

যে তিন কারণে আফগান ম্যাচে পিছিয়ে থাকবে বাংলাদেশ

নেইমারকে কোপায় খেলতে না করলেন ব্রাজিলিয়ান সিনেটর

নেইমারকে কোপায় খেলতে না করলেন ব্রাজিলিয়ান সিনেটর